সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্য সরকারি আধিকারিককে চেয়ার ছুঁ’ড়ে মারলেন কেন্দ্রীয় মন্ত্রী, ভে’ঙে’ছে হাত

এবার সরকারি আধিকারিকদের চেয়ার ছুঁড়ে মারার অভিযোগ উঠল ওড়িশার কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডুর বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সরকারি আধিকারিকের হাত ভেঙে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক এবং জলশক্তি দপ্তরের প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক মহল।

ময়ূরভঞ্জ জেলা পরিকল্পনা বোর্ডের ডিরেক্টর দেবাশীষ মহাপাত্র বলেছেন ডেপুটি ডিরেক্টর অশ্বিনী মল্লিককে নিয়ে এমপি ল্যান্ডের ব্যাপারে রিভিউ মিটিং চলাকালীন এমন ঘটনা ঘটেছে। তিনি আচমকাই রাগের বশে একটি প্লাস্টিকের চেয়ার ছুঁড়ে মেরে বসেন ডিরেক্টরকে। এতে তার বাম হাত ভেঙে যায়। এমপি ল্যাডের ফাইল নিয়ে পার্টি অফিসে মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বলেছিলেন তার পিএ। তবে পঞ্চায়েত ভোটের নির্বাচনবিধি চলার জন্য তা সম্ভব ছিল না।

তিনি মন্ত্রী অফিসে জানিয়েছিলেন তার পক্ষে জানা সম্ভব নয় তবে সার্কিট হাউসে দেখা করা সম্ভব। শুক্রবার সকালে ফোন করে তাকে বলা হয় বারিপদার একটি শপিং মলে ফাইল নিয়ে দেখা করতে হবে। তার বদলে পিএ বলেন প্রয়োজনীয় তথ্য নিয়ে পার্টি অফিসে দেখা করতে হবে। এই প্রস্তাবে তারা রাজি হয়ে যান। তবে পার্টি অফিসে তারা ফাইল নিয়ে আসেননি শুনেই মন্ত্রীমশাই রেগে যান।

প্রথমে তিনি ধমকাতে শুরু করেন। তারপর রাগের বশে চেয়ার ছুঁড়ে মারেন। কোনরকমে সেখান থেকে পালিয়ে আসেন পরিকল্পনা বোর্ডের ডিরেক্টর। ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও মারধরের অভিযোগ মানতে চাননি উড়িষ্যার কেন্দ্রীয় মন্ত্রী।