সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ভাইপোর অতিকায় হাঁস মে’রে ফে’লে’ছে মুরগিকে! অভিযুক্তকে ডা’কা হ’লো থানায়

কলকাতার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশীপুর অঞ্চলে একটি মুরগি ও হাঁসের মধ্যে ঘটে গিয়েছে লড়াই। তারপরেই এই লড়াইয়ের সাথে জড়িয়ে পড়েছে কাশীপুর অঞ্চলের একটি পরিবার। অভিযোগ, এই ঘটনায় নাকি আসলে ভাইপোর হাঁস খুন করেছে কাকার মুরগিটিকে। এমনকি, এই নিয়ে মঙ্গলবার অভিযোগও দায়ের হয়েছে কাশীপুর থানায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, কাশীপুর থানার চালতাবেড়িয়া পঞ্চায়েতের বামুনিয়া গ্রামের বদ্যিপাড়ায় বাড়ি মহম্মদ আলি মোল্লার।

কলকাতার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশীপুর অঞ্চলে একটি মুরগি ও হাঁসের মধ্যে ঘটে গিয়েছে লড়াই। তারপরেই এই লড়াইয়ের সাথে জড়িয়ে পড়েছে কাশীপুর অঞ্চলের একটি পরিবার। অভিযোগ, এই ঘটনায় নাকি আসলে ভাইপোর হাঁস খুন করেছে কাকার মুরগিটিকে। এমনকি, এই নিয়ে মঙ্গলবার অভিযোগও দায়ের হয়েছে কাশীপুর থানায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, কাশীপুর থানার চালতাবেড়িয়া পঞ্চায়েতের বামুনিয়া গ্রামের বদ্যিপাড়ায় বাড়ি মহম্মদ আলি মোল্লার।

তিনি বেশ কয়েকদিন ধরেই অত্যন্ত যত্নের সাথে বেশ কয়েকটি মুরগি প্রতিপালন করছেন। কিন্তু, হঠাৎই তিনি অভিযোগ করেন যে, তার বাড়ির পাশের এক ভাইপো সরিফুল মোল্লার বাড়ি। তার মুরগি পোষা দেখে ভাইপো হাঁস পুষো।

ভাইপোর হাঁসগুলি খুবই হিংস্র। মুরগি উঠানে ঘুরে বেড়াচ্ছে দেখলেই হাঁসগুলি তেড়ে আসে। সোমবার দুপুরে ভাইপোর একটি হাঁস বাড়িতে এসে তার মুরগিকে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে দেয় ।

আরো পড়ুন: এবার সব ম’দে’রই পাওয়া যা’বে “টেট্রা প্যাক”! বি’রা’ট সুখবর সুরাপ্রেমীদের জ’ন্য

পাশাপাশি, তিনি আরও জানান, ভাইপো ওই ঘটনার সময়ে সেখানে দাঁড়িয়ে ছিল। অনেক চেষ্টা করার পরেও তিনি আহত মুরগিটিকে বাঁচাতে পারিনি। এই নিয়ে ভাইপোকে বলতে গেলে সে অকথ্য গালিগালাজ করে। এমনকি, তার বাকি মুরগিগুলিকেও হাঁস দিয়ে মেরে ফেলার হুমকি দেয়।

এই ঘটনার পরেই মহম্মদ আলি মোল্লা বিষয়টি নিয়ে পাড়ার মুরব্বিস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেন। স্থানীয় উপপ্রধানের কাছেও তিনি যান। কিন্তু তাঁরা বিষয়টিতে কোনও সমাধানসূত্র বের করতে পারেন নি।

আরো পড়ুন: দলিতদের প্র’তি অপমানজনক ম’ন্ত’ব্য, পুলিশি জেরার মু’খে ববিতাজি খ্যা’ত মুনমুন

যদিও, রীতিমতো পরিকল্পনা করেই প্রতিবেশী ভাইপো নিজের হাঁস দিয়ে তাঁর সাধের মুরগিটিকে মেরে ফেলেছেন এই অভিযোগ তুলে সটান কাশীপুর থানায় হাজির হয়েছেন তিনি। তাঁর অভিযোগকে গুরুত্ব দিয়ে কাশীপুর থানায় মঙ্গলবার ডেকে পাঠানো হয় অভিযুক্ত সরিফুল মোল্লাকে। পাশাপাশি, দু’দিনের মধ্যে তাঁকে ক্ষতিপূরণের টাকা দিয়ে দেওয়ার কথাও বলা হয়।