সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শক্তি বৃদ্ধি করে “আলেক্স” ধে’য়ে আসছে উপকূলের দিকে, এই দেশগুলোতে ব্যা’প’ক প্র’ভা’ব পড়বে

একের পর এক ঝড়ের তান্ডব, একটা যেতে না যেতেই আরেক জনের উপস্থিতি। কিন্তু আগাম যে ঝড়ের বার্তা পাওয়া গেছে তা সত্যি ভয়ানক। এই ঝড়ের নাম এলেক্স, আমেরিকার বুকে আঁছড়ে পরার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলে।

এই এলেক্সের কারণে তছনছ হয়ে যেতে পারে বারমুডা । এই এলেক্স সময়ের সাথে সাথে নিজের শক্তি বৃদ্ধি করে চলেছে। ভয়ানক ভাবে ধেয়ে আসছে আমেরিকা ও বিভিন্ন কয়েকটি দেশের দিকে।

২০২২ সালের নতুন মরশুমে এই নতুন ঝড়, যা এক ভয়ের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। তবে এটা সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা এখনই সেটা বলা যাচ্ছে না।

আরো পড়ুন: ব্যাংক থেকে টা’কা উঠিয়ে কোনো জিনিস কিনতে গেলে পুলিশ গ্রে’ফ’তা’র করতে পারে! বি’স্ফো’র’ক মন্তব্য মমতার

হাওয়া অফিস জানিয়েছেন হ্যারিকেন আগাথার শেষের অংশ থেকেই নতুন ঝড়ের সৃষ্টি। এই ঝড়ের গতিবেগ সম্পর্কে আন্দাজ করা হয়েছে যে, ঘণ্টায় ৭০ মাইল অর্থাৎ ১১০ কিমি।

আপাতত এই ঝড়ের অবস্থান সম্পর্কে জানতে পারা গেছে যে বারমুডা থেকে ৩৯৫ কিমি দূরে রয়েছে, তবে এখন শুধু সময়ের অপেক্ষা, দারুণ ভাবে আছড়ে পরার সম্ভাবনা রয়েছে এই বারমুডাতেই।

আগামী ১২ ই জুন এই ঝড় উপকূলে আছড়ে পরার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখন ল্যান্ডফল না হলে, এই ঝড় প্রবেশ করতে পারে স্থলভাগে।।