সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ১ টা’কা’র হেরফেরেই এতদিন ধরা পড়েননি কেষ্ট! বি’স্ফো’র’ক ত’থ্য সামনে নিয়ে এলো ED

গরু পাচার মামলায় এবার আরো বিপদে পড়তে চলেছেন অনুব্রত মণ্ডল। ইনফোর্সমেন্ট ডিরেক্টারেটের হাতে গ্রেফতারির পর এই প্রথমবার এমন বিস্ফোরক চার্জশিট পেশ করেছে ইডি। তাতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। আদালতে পেশ করা ঐ চার্জশিটে জানানো হয়েছে নগদ টাকা নিয়ে ফ্যাসাদে পড়েন অনুব্রত মণ্ডল।

তার একাউন্টে একই দিনে কখনো ৪৯ হাজার আবার কখনো ৯৯ হাজার টাকা জমা পড়েছিল। এভাবেই আটচল্লিশ কোটি টাকা অনুব্রত মন্ডলের একাউন্টে পৌঁছে যায় বলে দাবি করেছে ইডি! আর এই সবটাই হল গরু পাচারের টাকা

একাউন্টে টাকা জমা করার সময় এক টাকা নিয়ে এক বিশেষ খেলা। আয়কর বিভাগ এবং ব্যাংকের নজরদারি তার উপর তেমনভাবে পড়তো না বলেই জানা গিয়েছে।

আরো খবর: ফের পুরীতে অ’ঘ’ট’ন, তলিয়ে গেলেন ২ বাঙালি পর্যটক

কোন ক্ষেত্রে আবার টাকার অংক কম থাকায় এক টাকা কম জমা দেওয়া হতো। যেমন এক লক্ষ টাকার বদলে ৯৯ হাজার ৯৯৯ টাকা ৫০ হাজারের বদলে ৪৯ হাজার ৯৯৯ টাকা জমা পড়তো।

টাকা জমা দেওয়া হতো ক্যাশ ডিপোজিট মেশিন ব্যাংক থেকে সেই টাকা সহজেই তুলে আনা যেত। আইডি কার্ড কিংবা প্যান কার্ড দেখানোর দরকার পড়তো না। অন্যদিকে অন্যান্য পরিচয় গোপন রাখা হতো।

এভাবে পরিচয় গোপন করেই লাখ লাখ টাকার কারবার চালাতে অনুব্রত বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তিন দফায় অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের একাউন্টে দুই কোটি টাকা ঢুকে যায়। রাউজ এভিনিউ আদালতে ২০৩ পাতার একটি চার্জশিট পেশ করেছে ইডি।