সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নোট বদলের দিন ব্যাংক একদম ফাঁ’কা! পেট্রোল পাম্পে ভি’ড় করছে লোকজন

রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে গিয়ে দুই হাজার টাকার নোট বদলে আসা যাবে। মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে সেই সার্কুলার অথচ প্রথম দিনেই ভিড় নেই ব্যাংকে। এদিকে এই ঘোষণায় পেট্রোল পাম্পের মালিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

তাদের দাবি এই চক্করে তাদের ব্যবসা নাকি লাটে উঠছে। কিন্তু হঠাৎ করে পেট্রোল পাম্পর মালিকদের কপালে চিন্তার ভাঁজ কেন? ব্যাংকে নয় বরং পেট্রোল পাম্পে গিয়ে টাকা বদলাচ্ছেন সাধারণ মানুষ! অনেকে ভাবছেন ২০০০ টাকার নোট দিয়ে তেল কেনা একটু বেশি সুবিধা জনক।

এদিকে পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ ১০০ টাকা তেল কিনে লোকে ২ হাজার টাকা খরচা করতে চাইছে। তাদেরকে খুচরো ফেরত দিতে গিয়ে রীতিমত হাতড়ে বেড়াতে হচ্ছে ব্যাগ। মঙ্গলবার কলকাতার একটি পেট্রোল পাম্পে ২০০ টাকার তেল কিনে দুইটা ২০০০ টাকার নোট বদলাতে আসেন এক ব্যক্তি।

আর সেই নিয়ে পাম্প কর্মীর সঙ্গে রীতিমতো হাতাহাতি হওয়ার জোগাড়। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। পরিস্থিতি এমন জায়গায় যে এক যুবক স্কুটিতে ২০০ টাকা তেল ভরিয়ে প্রায় চার পাচটি ২০০০ টাকা বদলে দিতে বলেন পেট্রোল পাম্পের কর্মীদের।

শেষ পর্যন্ত ওই যুবকের স্কুটি থেকে সমস্ত তেল বার করে তাকে তাড়িয়ে দেওয়া হয় ওই পেট্রোল পাম্প থেকে।। ব্যাংকের গিয়ে নোট বদলানোর নাম নেই লোকে আসছেন আমাদের কাছে রীতিমত ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন এক পেট্রোল পাম্প ব্যবসায়ী।

প্রশ্ন আমরা এই নোটগুলি কোথা থেকে বদল করব? বর্তমানে বাজারে ২০০০ টাকার নোট রয়েছে মাত্র ১০ শতাংশ। আর সেই নোট বদলাতে ব্যাংকে নয় মানুষ লাইন দিয়েছে পেট্রোল পাম্পে।