সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্ঘ’ট’না’র পড়েছিল UFO, মিলেছে এলিয়েনের দে’হ, FBI-র রি’পো’র্টে দা’বি

ভিনগ্রহীদের নিয়ে গবেষণা, জল্পনা, রটনার অন্ত নেই কিছু। ভিনগ্রহীদের মতো জনপ্রিয় তাদের আকাশযান ইউএফও। সম্প্রতি আমেরিকার একটি তদন্তকারী সংস্থা এফবিআইয়ের গোপন নথিপত্রে ভিনগ্রহের প্রাণীদের আকাশযান অর্থাৎ ইউএফও দেখতে পাওয়ার দাবি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে প্রতি ঘন্টায় 27 হাজার মাইল গতিবেগ সম্পন্ন ভিনগ্রহীদের আকাশযান দুর্ঘটনার কবলে পড়েছে।

এই চাঞ্চল্যকর দাবি ঘিরে স্বভাবতই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বৈজ্ঞানিক মহলে। এফবিআইয়ের নথিতে আকাশে রহস্যময় বস্তুর দেখা মিলেছে বলে উল্লেখ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে 1940 সাল থেকেই কার্যত আকাশে এমন রহস্যজনক বস্তু দেখতে পাওয়ার ঘটনা বেড়েছে। বিগত কয়েক বছরে এমন অনেক রহস্যজনক বস্তু আকাশে দেখা গিয়েছে।

A Scientific View Of The U.S. Investigation Into UFOs : 13.7: Cosmos And  Culture : NPR

সেখানে আরো উল্লেখ করা হয়েছে যে সম্প্রতি যে ইউএফও দুর্ঘটনার কবলে পড়েছিল সেই দুর্ঘটনাতে কোনো এলিয়েন জীবিত ছিল না। সেই দুর্ঘটনার পরে এলিয়েনদের তিনটি দেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। যে তিনটি দেহ মিলেছিল সেগুলি মানুষের মতই দেখতে ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাদের উচ্চতা ছিল তিন ফুট। দেহে সূক্ষ্ম ধাতব পোশাক ছিল।

এই গোপন নথিপত্র গত জুন মাসে পেন্টাগনের একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছিল। এই রিপোর্টের পর আমেরিকা প্রথমবারের মতো স্বীকার করে নেয় যে মহাকাশে যে অদ্ভুত বস্তু দেখতে পাওয়া গিয়েছে সেটিকে ইউএফও বলেই মনে করা হচ্ছে।