সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আদালতে চলছে অভিনেত্রীর বি’চা’র, এবার কি হবে পরীমনির? হবে কি হাজতবাস?

মাদক মামলাতে জড়িয়ে বেশ কিছুদিন জেল হেফাজতে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার আদালত। বনানী থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হতে চলেছে। এই মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু এবং কবীর হোসেন।

ঢাকার 10 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এই নির্দেশ দিয়েছে। 14 ই ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম পরীমনি সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছিলেন। তবে অভিনেত্রী অসুস্থ থাকাতে এদিন আদালতে উপস্থিত হতে পারেননি।

তার পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সূরভী সময় চেয়ে আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেছে। ২ রা জানুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য করা হয়। চৌঠা অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোস্তাফা কামাল পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন। তার আগে 28 সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে পরীমনির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপ জব্দ করা সামগ্রী ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত বছরের আগস্ট মাসে পরীমনির বাড়িতে 4 ঘন্টা অভিযান চালিয়ে তাকে এবং তার সহযোগীকে আটক করা হয়। তার বাড়ি থেকে বিভিন্ন মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়। তারপর পরীমনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বেশ কিছুদিন জেল হেফাজতে ছিলেন অভিনেত্রী অবশেষে তার জামিন মঞ্জুর হয়।