Home অফবিট ভাসমান হিমশৈলর সঙ্গে ধা’ক্কা লাগাতেই ডু’বে যায় Titanic, ঘটনার ক’থা জা’না ছিলো...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভাসমান হিমশৈলর সঙ্গে ধা’ক্কা লাগাতেই ডু’বে যায় Titanic, ঘটনার ক’থা জা’না ছিলো ৩৬ বছর আ’গেই!

১৯১২ সালের ১০ই এপ্রিল ইংল্যান্ড থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল টাইটানিক। তারপর সেই যাত্রা শেষ হতে না হতেই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। টাইটানিকের জাহাজ ডুবি নিয়ে ১৯৯৭ সালের জেমস ক্যামেরনের পরিচালনায় মুক্তি পেয়েছিল টাইটানিক ছবি। কিন্তু টাইটানিক ছবির এই কাহিনী নাকি অনেক বছর আগেই ইতিহাসের পাতায় লেখা হয়ে গিয়েছিল। এমনটাই দাবি বিশেষজ্ঞদের। ১৮৮৬ সালে দা সিঙ্কিং অফ দা মডার্ন লাইনার নামের এক উপন্যাস প্রকাশিত হয়।

ডাব্লিউ টি স্টিড নামের স্বনামধন্য লেখক ও সাংবাদিক এই বইটি লেখেন। এই উপন্যাসের কাহিনীর সঙ্গে টাইটানিকের হুবহু মিল পাওয়া যায়।লেখক লিখেছিলেন লিভারপুল থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি জাহাজ। কিন্তু সেই জাহাজটি ডুবে যায়। লাইফ বোট না থাকায় যাত্রীদের বাঁচানো সম্ভব হয়নি। কাকতালীয়ভাবে এই একই ঘটনা ঘটেছিল বাস্তবে টাইটানিকের সঙ্গে।

উপন্যাসে লেখা হয়,মাত্র কয়েকটি লাইফ বোটে উঠবেন বলে জাহাজের ডেকে যাত্রীদের ভিড় উপড়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে আকাশে গুলি চালান ক্যাপ্টেন। ঘটনাচক্রে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে টাইটানিকে। শুধু এই বইটি নয় ১৮৯৬ সালে প্রকাশিত আরেক উপন্যাস দা রেক অফ টাইটান এও ভয়ংকর এক জাহাজ ডুবির ঘটনা বর্ণনা করা হয়। আমেরিকান লেখক মর্গান রবার্ট সন এই বইটি লিখেন। বইতে লিপিবদ্ধ জাহাজের নাম ছিল টাইটান। এই জাহাজ নিউফাউন্ডল্যান্ড এলাকায় উপকূলের কাছে একটি হিমশৈলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তারপরেই জাহাজটি ডুবে যায়।

আরো খবর: কনিষ্ঠা আঙুলেই লু’কি’য়ে আ’ছে কোনো ব্যক্তির চারিত্রিক বৈ’শি’ষ্ট্য, জানুন কিভা’বে বুঝবেন

এরপর আবারও ১৯০৮ সালে লেখা ম্যাকডোনাল বদকিনের দা শিপ রান বইটিতেও জাহাজ ডুবির কথা উল্লেখিত ছিল। সেই জাহাজের নাম ছিল টাইটানিক। আশ্চর্যজনকভাবে বইতে উল্লেখিত জাহাজটি সেই সময় সবচেয়ে বড় ও বেশি যাত্রী বহনকারী জাহাজ বলেই উল্লেখ করেছিলেন লেখক। ঠিক কয়েক বছর পর নির্মিত টাইটানিক একই ক্ষমতা সম্পন্ন ছিল। বদকিনের লেখা বইটির সঙ্গে টাইটানিকের অদ্ভুত মিল পাওয়া যায়। পড়লে মনে হবে যেন লেখক আগে থেকেই টাইটানিকের ঘটনা জানতেন।

১৯১২ সালে টাইটানিকের যাত্রা শুরুর কয়েক মাস আগে দা হোয়াইট ঘোস্ট অফ ডিজাস্টার নামে একটি ছোট গল্প লেখা হয়। সেই গল্পের জাহাজটি ৪২ কিলোমিটার বেগে যাত্রার পথে একটি হিমশৈলে ধাক্কা মেরে ডুবে যায়। তার নাম ছিল এডমিরাল। শেষ পর্যন্ত কোন যাত্রী বেঁচে থাকেনি গল্পে। টাইটানিক জাহাজ দুর্ঘটনার আগে এতগুলি জাহাজ ডুবির কাহিনী রচিত হয়েছিল। তবে কি টাইটানিকের দুর্ঘটনা ছিল পূর্বপরিকল্পিত!