সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জি বাংলার ২ টি জনপ্রিয় সিরিয়ালের টাইম স্লট বদলে গে’লো, দেখে নিন নতুন সময়

বাঙালির নিত্য প্রয়োজনীয় নানান বিষয়ের মতোই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে টিভি সিরিয়াল গুলি। বিশেষ করে মা কাকিমাদের সিরিয়াল দেখা না হলে গোটা দিনটাই যেনো অসম্পূর্ণ থেকে যায়। আর বাংলা সিরিয়াল মানেই যে দুটো চ্যানেল বিখ্যাত তা অবশ্যই স্টার জলসা ও জি বাংলা। কিন্তু বর্তমানে এই দুই চ্যানেলেরই বেশ কিছু সিরিয়ালের টিআরপি অনেক কমে গেছে।

কোনও কোনও সিরিয়াল ৫-৬ মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, কোনওটা আবার তিন মাসের মধ্যে। এবার টিআরপির অভাবে একটি সিরিয়ালের স্লট বদলে দেওয়া হচ্ছে যার জন্য সময়ের এদিক ওদিক করতে হচ্ছে চ্যানেলের তরফ থেকে। স্টার জলসা এর আগে বহু সিরিয়ালের কাহিনী অসমাপ্ত রেখে বন্ধ করে দিয়েছে।

মাধবীলতা, বৌমা এক ঘর, খুকুমণি হোম ডেলিভারি থেকে শুরু করে বালিঝড়, এই সিরিয়ালগুলির মেয়াদ ছিল খুবই কম। লীনা গাঙ্গুলীর বালি ঝড় সিরিয়ালটি মাত্র দুই মাসের মাথায় বন্ধ হয়ে গেল। অন্যদিকে জি বাংলাতেও এখন বেশ কিছু সিরিয়ালের ফলাফল বেশ খারাপ।

কিছুদিন আগেই জি বাংলার তোমার খোলা হাওয়া সিরিয়ালটিকে দুপুর তিনটের সময় পাঠানো হল। অনুরাগের ছোঁয়ার বিপরীতে এই সিরিয়াল একেবারেই টিআরপি তে টক্কর দিতে পারছিল না। এবার জি বাংলার আরও একটি সিরিয়ালের উপর চ্যানেলের খাঁড়া নেমে আসছে। শোনা যাচ্ছে, নতুন একটি সিরিয়াল আসার জন্য হবে এই পরিবর্তন।

আরো খবর: তৈরি হয়েছে কেদার যো’গ, আচমকাই ব’দ’লে যাবে এই ৩ রাশির ভা’গ্য

আসুন জেনে নেওয়া যাক আপনার কোন পছন্দের সিরিয়ালের সময় পরিবর্তন হতে চলেছে। বেশ কিছুদিন আগেই ফুলকি সিরিয়ালের প্রোমো প্রকাশিত হয়েছে। এই সিরিয়ালটির সম্ভাব্য স্লট নিয়ে দর্শকদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল।

প্রথমে শোনা যাচ্ছিল মিঠাইকে সরিয়ে তার জায়গায় আসবে ফুলকি। কিন্তু সেটা হয়নি। তবে এই সিরিয়াল রাত নটার সময় আসবে বলে শোনা যাচ্ছে। আর সেই কারণেই সরে যেতে হবে সোহাগ জলকে।

জি বাংলা চ্যানেলের তরফ থেকে সোহাগ জলকে দুপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আবার জি বাংলার ইচ্ছেপুতুল সিরিয়ালটির টিআরপিও বেশ কম।

আসলে এই সিরিয়ালটির বিরুদ্ধে প্রথম থেকেই জনপ্রিয় সিরিয়াল ইচ্ছেনদীর গল্প চুরি করার অভিযোগ করছিলেন দর্শকরা। টিআরপির অভাবে সোহাগ জল এবং ইচ্ছে পুতুলকে দুপুরে পাঠানো হতে পারে বলে মনে করছেন সিরিয়াল ভক্তরা।