সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিক্ষিকা ছাত্রকে প্র’শ্ন করলেন দু-বছরে কি শিখেছিস? “কাঁচাবাদাম” গান গে’য়ে শোনালো সে, ভিডিও ভাইরাল

ছোটদের দিকে করোনা অতিমারীতে বিভিন্ন দুর্দশায় কাবু হয়ে ঘাড় ফেরানোরও সময় বা সুযোগ কোনোটাই পাননি বড়রা। অকালে সোশ্যাল মিডিয়ার কবলে পড়ে গিয়েছে ওই একরত্তির দল। স্কুল বন্ধ থাকায় অনলাইন পড়াশোনা বাধ্য হয়েই চালু করতে হয়েছিল। তারই ফলস্বরূপ এক অদেখা বিপত্তি; অবুঝ ছোটদের জীবনে চলে এসেছে। সোশ্যাল মিডিয়ায় অতি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি ছোট বাচ্চাকে ।

ছোটদের দিকে করোনা অতিমারীতে বিভিন্ন দুর্দশায় কাবু হয়ে ঘাড় ফেরানোরও সময় বা সুযোগ কোনোটাই পাননি বড়রা। অকালে সোশ্যাল মিডিয়ার কবলে পড়ে গিয়েছে ওই একরত্তির দল। স্কুল বন্ধ থাকায় অনলাইন পড়াশোনা বাধ্য হয়েই চালু করতে হয়েছিল।

তারই ফলস্বরূপ এক অদেখা বিপত্তি; অবুঝ ছোটদের জীবনে চলে এসেছে। সোশ্যাল মিডিয়ায় অতি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি ছোট বাচ্চাকে । তার কাছে প্রশ্ন ছিল, বিগত দুবছরে বাড়িতে বসে সে কি শিখেছে? উত্তর এসেছে একটি অতিপরিচিত গানের মাধ্যমে। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’।

https://www.facebook.com/watch/?v=5404712939557097

পুরো গানটাই প্রায় মুখস্থ ওই একরত্তির।পিছন থেকে ভেসে আসছিল একগুচ্ছ হাসির শব্দ। অনলাইনে ভিডিও কলের পড়াশোনা এখন ইনস্টাগ্রামের ভাইরাল রিল ভিডিওতে যে পৌঁছে গিয়েছে এটাই তার জীবন্ত প্রমাণ। এই ভিডিওটি পেয়ে নেটপাড়ার এক অংশ বেশ হাসি-মজার মাধ্যমে মেনে নিয়েছেন। কিন্তু অন্য অংশ একদমই খুশি হতে পারেননি।

আরো পড়ুন: “আমার নি’ত’ম্বে চুমু খাও”, নোং’রা নাচ করে নেটিজেনদের রো’ষে’র মু’খে পটল ওরফে হিয়া, রইলো ভিডিও

কেউ কেউ তো ছোটদের প্রতি হওয়া অন্যায়টাকে নিজেরাই স্বীকার করে নিয়েছেন, ওদের ভবিষ্যত বিগড়ে দেওয়ার কাজ আমরা প্রত্যেকেই দায়িত্ব সহকারে করেছি, করে চলেছি। ওদের পড়াশোনার মান উন্নত করতে হবে। ওরা বড় হচ্ছে কিন্তু বড় মানুষ হচ্ছে না।