সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নি’শা’না’য় ছিল দিল্লি-মুম্বই, জার্মানি থে’কে ধৃ’ত “শিখস ফর জাস্টিস”-র স’দ’স্য মুলতানি

শেষ পর্যন্ত জার্মানিতে খোঁজ পাওয়া গেল বিশিষ্ট সদস্য শিকস ফর জাস্টিসের। গত সপ্তাহেই জার্মানি পুলিশ এই বিশিষ্ট সদস্য জাসবিন্দর সিং মুলতানীকে গ্রেফতার করে। দিল্লি ও মুম্বাইয়ে হামলা চালানোর পরিকল্পনার সাথে যুক্ত থাকার কারণে , ও লুধিয়ানার একটি আদালতে বিস্ফোরণে জড়িত থাকার কারণে । প্রথমে তিনি থাকতেন পাঞ্জাবের হোশিয়ারপুরে। শিখস ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা গুরুপতবন্ত সিং এর ঘনিষ্ঠ একজন বিশেষ করে সহযোগী ও বিচ্ছিন্নতা কার্যকলাপের সঙ্গে জড়িত এই মুলতানী।

এই নিয়ে বিশিষ্ট কূটনীতিবিদরা জানিয়েছেন, মোদি সরকারের তরফ থেকে জার্মান কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল, পাকিস্তানের সাথে যুক্ত খালিস্থান পন্থীদের গ্রেফতার করার জন্য। আর ঠিক তার পরেই এই গ্রেফতারের কাজ শুরু করে জার্মান পুলিশ। সীমান্তের এপার থেকে ওপারে অস্ত্রশস্ত্র পাচারের সাথে যুক্ত বলে অভিযুক্ত তারা।

গত সপ্তাহের বৃহষ্পতিবারে লুধিয়ানার একটি আদালতে বিস্ফোরণ ঘটায় তারা, এমনটাই অনুমান করা হচ্ছে । সূত্রে জানা যায়, শৌচাগারের মধ্যে থাকা বোমের বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যার ফলে দেওয়াল ক্ষতিগ্রস্ত হয় ও তার সাথে কাঁচের জানালা ভেঙে ছড়িয়ে পরে আদালত চত্ত্বরে। তবে মনূ করা হচ্ছে এই ঘটনার সাথে যুক্ত গগণদীপ‌ । এই গগণদীপকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, কারণ তাকে মাদক পাচার কান্ডে যুক্ত থাকা অবস্থাতে পাওয়া যায়।

তবে এই বিস্ফোরণে নিহত গগণদীপ এমনটাই মনে করছেন একাংশ। তবে শুধু তারা নয়, ড্রাগ মাফিয়াদের হাতও রয়েছে বলে মনে করা হচ্ছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এখানেই শেষ নয়, সূত্রের মাধ্যমে আরও জানা গেছে, এই বিস্ফোরণের সাথে যুক্ত রয়েছে পাঞ্জাবী গ্যাং স্টার হরবিন্দর সিং, ও উগ্রপন্থী সংগঠন শিখস ফর জাস্টিস।