সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বন্ধু পাক সরকারকেই হু’ম’কি দিয়ে দিলো তা’লি’বা’ন’রা, পাক সেনা দেখলেই গু’লি ক’রা’র নি’র্দে’শ

পাকিস্তান এবং তালিবান জঙ্গিদের মধ্যে পাক সীমান্ত লাগোয়া আফগানিস্তানের নানগরহার প্রদেশ নিয়ে জোর কোন্দল বেঁধে গিয়েছে। এই নিয়ে রবিবার আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। সীমান্ত বরাবর বেড়া দেওয়ার কাজ শুরু করলে, পাকিস্তানের সেই কাজ ভেঙে গুঁড়িয়ে দেয় তালিবানরা।

পাকিস্তানি সেনা দেখলেই গুলি করারও হুমকি দেওয়া হয়। এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে। বিপাকে পড়ে গিয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন। চাপে পড়ে কাবুলের তালিবান প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে ইসলামাবাদ।

তবে এই ঘটনার পর, তালিবানরা দুই দেশের সীমান্ত নির্ধারণকারী ডুরান্ড লাইন মানবে না বলে সাফ জানিয়ে দিল। এই বিষয়ে পাক সেনেটের চেয়ারম্যান তথা পিপিপি দলের নেতা রাজা রব্বানি বলেন, ‘ডুরান্ড লাইনকে স্বীকৃতি দিতে নারাজ তালিবানরা। তাহলে আমরা কেন সেই সরকারকে আন্তর্জাতিক মান্যতা পাইয়ে দেওয়ার চেষ্টা করব?’

প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত ভাগ করে নেওয়ার পরও, অতীত কাল থেকেই আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষ রয়েছে পাকিস্তানের। ১৯৪৭ সাল থেকেই ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয়নি কোনও আফগান সরকার।