সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বারবার ব্য’র্থ হয়েছেন গায়ক, সু’ই’সা’ই’ডে’র সি’দ্ধা’ন্ত নিয়ে গঙ্গায় ঝাঁ’প কৈলাস খেরের!

সাধারণ মধ্যবিত্ত জীবন থেকে আজকের স্টার এমন ঘটনা বলিউডের তারকাদের মধ্যে প্রায়শই শোনা যায়। সেগুলি একদম বাস্তবই ঘটনা। যেমনটা ঠিক ঘটেছে গায়ক কৈলাস খের সঙ্গে। আজ আমরা তাঁর কন্ঠের যাদুতে মুগ্ধ কিন্তু একটা সময় যখন তার বয়স ২০ কি ২১, যখন তিনি দিল্লিতে একটি ব্যবসা করতেন কিন্তু তাঁর ব্যবসা এতটাই অবনতি হতে থাকে যে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং জীবনের কাছে হার মেনে আত্মহত্যার পথ বেছে নেয়।

কৈলাস আত্মহত্যা করতে তিনি গঙ্গাতে ঝাঁপও দেন কিন্তু মৃত্যুও যেন তাঁকে ফিরিয়ে দিয়েছে জীবনে, কারণ তিনি যখন গঙ্গায় ঝাঁপ দেন ঘাটের কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জলে ঝাঁপ দিয়ে তাঁর প্রাণ বাঁচায়।

কি অদ্ভুতভাবে ব্যক্তিটি তাঁকে প্রশ্ন করেন সাঁতার না জেনে তিনি কেন ঝাঁপ দিয়েছেন এবং কৈলাস খের যখন ওই ব্যক্তিটিকে জানান যে তিনি আত্মহত্যা করার জন্য ঝাঁপ দিয়েছিলেন।

আরো খবর: বিমানে কোন সা’রির কোন আসন আপনার জন্য নি’রা’প’দ? কোনদিকের সিটে বসা ভা’লো?

ওই ব্যক্তি তখন তাঁর মাথায় সজোরে আঘাত করেন এবং পরদিন তিনি নিজেকে সারাটা দিন ঘরবন্দী করে রাখেন এবং ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার চেষ্টা করেন। অতঃপর তিনি পা রাখেন মুম্বাইয়ে আর সেই থেকেই তাঁর ভাগ্য আমূল বদলে যায়, পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

আর আজ তিনি রীতিমতো স্টার, তাঁর গলার সুরে মত্ত আমরা সকলেই একথা অনস্বীকার্য। তাই এক কথায় বলা যায় ব্যর্থতাই জীবনের সাফল্য এনে দেয়, তাই ব্যর্থতা জীবনে আসলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়।

সাফল্যের জন্য ব্যর্থতার কাছে কখনোই নিজেকে সঁপে দেওয়া উচিত নয়। এই শিক্ষাই হয়তো আমরা পাই বারবার কৈলাস খের মতো এমন বহু ব্যক্তিত্বের জীবন থেকে।