সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দ্বি নাগরিক’ত্বের অ’ভি’যো’গে ভারত নেপাল সীমান্তে’র পানি’ট্যাঙ্কি থে’কে গ্রে’ফ’তা’র এক

দ্বি নাগরিকত্বের অভিযোগে ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার এক

ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে দ্বি নাগরিকত্বের অভিযােগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রাহুল ছেত্রী ( ৩৫ )। জানা গিয়েছে গিয়েছে যে সোমবার নেপাল থেকে ভারতে প্রবেশের সময় ওই ব্যক্তিকে দেখে সহেন্দ হয় এসএসএবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের।

এবং আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নেপালের নাগরিকত্বের শংসাপত্র,ভারতীয় ভােটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড। এরপর এসএসবি’র তরফ থেকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতের নেপালের নাগরিকত্ব শংসাপত্রে নাম রয়েছে রাহুল কাটোয়াল। নেপালের অখালধুঙ্গার সানােন এলাকায়। কিন্তু ভারতীয় পরিচয়পত্রে তার নাম রয়েছে রাহুল ছেত্রী। সিকিমের গ্যাংটকের বাসিন্দা। তবে কীভাবে ধৃতের কাছে দুই দেশের নাগরিকত্বের প্রমাণপত্র এল তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়। তদন্তের স্বার্থে আদালতে পুলিশি হেফাজত নেওয়ার আবেদন জানাবেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।