সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনুব্রতর দেহরক্ষী হয়েই ১০০ কো’টি সম্পত্তির মালিক! কি কি আছে সায়গলের না’মে?

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নাম এখন সংবাদ শিরোনামে। তার কাছে ১০০,০০,০০,০০০ টাকার সম্পত্তি আছে। অবাক হচ্ছেন ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে।

সিবিআই আদালতে সায়গলের বিপুল সম্পত্তির কথা দাবি করে। যার মধ্যে রয়েছে ফ্ল্যাট, বাড়ি থেকে ট্রেলার, পেট্রোল পাম্প, কয়েকশো গ্রাম গয়না।  এমনকি এক-আধটা নয়, খান চারেক ফ্ল্যাট, পাঁচ-পাঁচটি বাড়ি।

চার চাকার গাড়ি থেকে ট্রেলার, ক্র্যাশার থেকে পেট্রোল পাম্প। জমির দলিল থেকে ভরি ভরি সোনার গয়না। সিবিআই সূত্রে খবর, সায়গলের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে।

আরো পড়ুন: মমতাকে ফোন করলেন দ্রৌপদী মুর্মু, চাইলেন স’ম’র্থ’ন, কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী?

আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে, আইনজীবীর উপস্থিতিতে, গরু পাচার মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসার দাবি করেন, নামে-বেনামে সায়গল হোসেনের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে।

তার মধ্যে রয়েছে ৪টি ফ্ল্যাট ও ৫টি বাড়ি, এমনকী নিউটাউনেও দুটি নির্মীয়মাণ বাড়ি রয়েছে অনুব্রত মন্ডলের এই দেহরক্ষীর।পাশাপাশি তাঁর বিঘার পর বিঘা জমি রয়েছে। শুধু স্থাবর সম্পত্তি নয়, সিবিআইয়ের দাবি, সায়গলের গাড়ির সংখ্যাও চমকে দেওয়ার মতো।