সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরো টা’কা না মেটাতে পারায় বাচ্চাকে ৩০০ টা’কা ছা’ড় দিলেন দোকানদার! কুর্নিশ জানালেন নেটিজেনরা

আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে সকলে অবসর বলতে মোবাইল ফোনে সময় কাটানোর কথাই আগে মনে করেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ নয়তো গেম খেলে সময় কাটান বাচ্চা থেকে বুড়ো। বিশেষ করে আজকালকার বাচ্চারা আগের মত অবসরে খেলা ধুলা বা গল্পের বই পড়ে কাটাতে দেখা যায়না। কিন্তু সবাই এই ভালো অভ্যাস ভুলে গেছে এমন কথাও পুরোপুরি ঠিক বলা যায়না। তার প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট দেখেই।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটা ছোট ছেলে একটা বইয়ের দোকানে গেছে। সে একটি বই পছন্দ করেছে। কিন্তু পকেটে তাঁর মাত্র ৪০০ টাকা রয়েছে। কিন্তু সে যেই বইটি পছন্দ করেছেন সেটার দাম ৬৯৯ টাকা, অর্থাৎ প্রায় সাতশো টাকা।

এমন অবস্থায় বাচ্চা ছেলেটি বইটি নিতে পারবে না বুঝে মন খারাপ হয়ে যায়। আর দোকানদারটি সেটা দেখে তাঁর খারাপ ফিল হয় ওই ছেলেটার প্রতি। আর তাই ওই দোকানদারকে দেখা যায় ৩০০ টাকা ছাড় দিয়েই ওই বইটি ওই বাচ্চা ছেলে টাকে দিয়ে দেন। আর তাতে বাচ্চা ছেলেটির মুখে হাসি ফুটে ওঠে।

আরো খবর: বড়দিনের আনন্দ কি মাটি হ’বে? আবহাওয়া নিয়ে কি বা’র্তা দি’লো হাওয়া অফিস?

দোকানদারের এই উদারতার ভিডিও ভাইরাল হয় নেট মাধ্যমে। তার এই টাকা ছারের বিষয়টি সকলে খুব প্রশংসা করেছে ওই দোকানদারকে। এই সময়ে দাঁড়িয়েও যে এমন বাচ্চা রয়েছে যার বই এর প্রতি এত আগ্রহ এটাও প্রশংসিত হয়েছে।

এর মধ্যেই ৬৭ হাজারের বেশি লাইক পেয়েছে এই ভিডিওটি। একটা ছোট্ট ভিডিও হলেও এই উদারতা আজকাল আর দেখা যায়না বললেই চলে সাথে এমন বই প্রেমী ছাত্রকে দেখেও নেটিযেন খুব খুশি তা এই পোস্টের কমেন্ট বক্স লক্ষ্য করলেই বোঝা যায়।