সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবথেকে ধনী শিশু, মা’ত্র ৯ বছর বয়সেই সব পে’য়ে গিয়েছে সে, জানুন প’রি’চ’য়

টাকা তো দূর, এক বিলিয়ন বা একশো কোটি মার্কিন ডলারে কটা শূন্য থাকে, তাই হয়তো অনেকে জানেন না। কিন্তু, সবাই তো আর একরকম নয়। নাইজেরিয়ান কিশোর, মহম্মদ আউয়াল মুস্তাফা ওরফে মোমফা জুনিয়র চরম বিলাসবহুল জীবনযাত্রার কারণে, মাত্র ৯ বছর বয়সে ‘বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার’ হিসাবে পরিচিতি পেল। প্রাসাদ থেকে শুরু করে প্রাইভেট জেট, বিলাসবহুল সুপারকার – কী নেই তার! বিশ্বাস হচ্ছে না তো!

তিন বছর আগে মাত্র ছয় বছর বয়সে, সে তার প্রথম প্রাসাদের মালিক হয়েছিল। এমনকি ব্রিটিশ পোর্টাল ‘দ্য সান’এর রিপোর্ট অনুযায়ী, মোমফা জুনিয়র তার একটি প্রাইভেট জেটে চড়ে বিশ্ব ভ্রমণ করে।

আর তার গ্যারাজে, ফেরারি, বেন্টলি ফ্লাইং স্পার, রোলস-রয়েস ওয়েথের মতো অসংখ্য সুপারকারও রয়েছে। এছাড়া রয়েছে তার আরও বেশ কয়েকটি প্রাসাদ।

নাইজেরিয়ার লাগোস শহরের বাসিন্দা মোমফা জুনিয়র। মাল্টিমিলিয়নেয়ার নাইজেরিয়ান ইন্টারনেট সেলিব্রিটি ইসমাইলিয়া মুস্তাফা মহম্মদ আউয়াল মুস্তাফার ছেলে সে। প্রায়শই বাবার ইনস্টাগ্রাম পেজে মোমফা জুনিয়র এবং তার ছোট বোনকে দেখা যায়।

তারও ইচ্ছা বাবার মতো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়া। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে ৩০,০০০ ফলোয়ার। এই অ্যাকাউন্টে চোখ রাখলেই মোমফা জুনিয়র বিলাসবহুল জীবনযাত্রার দর্শন আপনারা পাবেনই।

একাধিক প্রাসাদ এবং সুপারকারের মালিক হওয়া সত্ত্বেও প্রথম প্রাসাদটিই হল মোমফা জুনিয়রের সবথেকে পছন্দের। ২০১৮ সালে তার ষষ্ঠ জন্মদিনে মোমফা জুনিয়রের বাবা মোমফা সিনিয়র তাকে এই প্রাসাদ উপহার দিয়েছিলেন।

মোমফা জুনিয়রকে প্রাসাদ উপহার দিয়ে সোশ্যাল মিডিয়ায় তার বাবা লেখেন, “জীবনের সেরা অনুভূতিগুলির মধ্যে একটি হল নিজের বাড়ির মালিক হওয়া। এই অনুভূতি ভাষায় বর্ণিত হয় না, অর্থ দিয়ে এর পরিমাপও করা যায় না। এই অনুভূতি প্রতিদিনের জীবনে দুঃখ-কষ্টের মুখোমুখি হওয়াকে অর্থবহ করে তোলে। এই অনুভূতি একজনকে আশ্বস্ত করে যে, সমস্ত উত্থান-পতনের পরেও তার যাওয়ার একটা জায়গা আছে। এমন একটা জায়গা, যা তাকে কখনই বিচার করবে না এবং সবসময় দুই হাত খুলে আমন্ত্রণ জানাবে। তার নতুন বাড়িতে আমার ছেলেকে অভিনন্দন। বাবার কাছ থেকে তোমার জন্মদিনের উপহার।”