সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পু’রা’নো টা’কা ও পয়সা কেনা-বেচার ক্ষে’ত্রে স’ত’র্ক’তা জা’রি করলো রিজার্ভ ব্যাংক, জেনে নিন

আজকাল সোশ্যাল মিডিয়ায় এমন অনেক পোস্ট চোখে পড়ে যেখানে উল্লেখ করা থাকে যে ‘যদি আপনার কাছে এমন কোনো পুরানো নোট বা মুদ্রা থাকে, তাহলে আপনি পেতে পারেন লক্ষাধিক টাকা !’

রিজার্ভ ব্যাঙ্ক (RBI) তার বিবৃতিতে এই ধরনের অফারগুলোকে সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক বলে উল্লেখ করেছে এবং সাধারণ মানুষকে এর ফাঁদে না পড়ার পরামর্শ দিয়েছে। কারণ বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যমে বেশ কিছু জালিয়াতচক্র মাথাচাড়া দিয়ে উঠেছে যেগুলি পুরানো নোট ও কয়েন ক্রয়-বিক্রয় সংক্রান্ত লেনদেন করে এবং দাবি করে RBI এর নাম করে মোটা অঙ্কের ফি বা কমিশন সাধারণ জনগণের কাছ থেকে। অবশ্য এর আগেও বিভিন্ন সময়ে, RBI তার গ্রাহকদের সাবধান করেছে বিভিন্ন জালিয়াতি চক্র থেকে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) স্পষ্ট করে দিয়েছে যে, এই ধরনের কোনো লেনদেনে RBI বা শীর্ষ ব্যাঙ্কের কোনও সদস্য, কর্মচারী বা প্রতিষ্ঠান যুক্ত নয়। শুধু তাই নয়, পুরানো টাকা বা কয়েন বিক্রির মতো কোনো লেনদেনে কোনো রকম ফি বা কমিশনও রিজার্ভ ব্যাঙ্ক দাবি করে না। তাই পুরোটাই অনলাইন এবং অফলাইন মাধ্যমে বেশ কিছু জালিয়াতি চক্রের কারসাজি ছাড়া আর কিছুই নয়।

রিজার্ভ ব্যাঙ্ক (RBI) তার সতর্ক বার্তায় দেশের সাধারণ মানুষকে এও জানিয়েছে যে, পুরানো টাকা বা কয়েন বিক্রির মতো কোনো লেনদেন এখনও অনুমোদিত নয়।