সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজারে মাছ-মাংসের দা’ম একদম সমান-সমান, আপনি কোনটা খাবেন?

এদেশের জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই প্রায় সমস্ত জিনিস পত্রের দামই হু হূ করে বেড়ে চলেছে। নিত্যদিনের সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী। ফলে ক্রেতাদের খুন নাজেহাল অবস্থা। মাংসের দাম তো বেরেছিলই আগে এবার বেশ কয়েকদিন টমেটোর দামও বেশ হাই রয়েছে। এবার আবার কলকাতার বাজারে মাছের দামও মাংসের সমান হয়ে গেলো। বিশেষ করে রই মাছের দাম অনেক বেড়ে গেছে। যাতে দেখা যাচ্ছে মাছ এবং মাংসের দাম প্রায় সমান সমান। আসুন দেখে নেওয়া যাক আজকের বাজার দর :-

সবজির মধ্যে দাম রয়েছে

চন্দ্র মুখী আলু – ৩৮-৪০ টাকা দাম এক কেজি আলু।
জ্যোতি আলু – এক কেজি আলু ২৮-৩০ টাকা দাম।
টমেটো – প্রায় ৫০-৬০ টাকা কেজি।
পটল – প্রতি কেজি ৩০ টাকা থেকে ৪০ টাকা।

আরো পড়ুন: “চোখের আলো”, বিনামূল্যে চশমা ও ছানি অপারেশন, জেনে নিন সু’যো’গ সু’বি’ধা

রুই মাছ – এক কেজি রুই মাছ ১৯০ টাকা থেকে ২১০ টাকা কেজি।
কাতলা – ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা প্রতি কেজি।
ইলিশ – একটা মাঝারি ইলিশ ৮০০ থেকে ১০০০ টাকা কেজি।
ভেটকি – ৮০০ থেকে ৯০০ টাকা কেজি।
ভোলা মাছ – এক কেজি ২৩০ – ২৮০ টাকা।

এবার দেখা যাক মাংসের বাজারদর।

মুরগির মাংস – এক কেজি মাংস ১৯০ টাকা থেকে ২১০ টাকা দাম।
গোটা মুরগি – প্রতি কেজি ১২৭ টাকা থেকে ১৪০ টাকা।
খাসির মাংস – ৬৯০ টাকা থেকে ৭১০ টাকা এক কেজি।
অতএব বলা চলে রুই মাছের দাম ও মুরগির মাংসের দাম আজকের বাজারে সমান সমান।