Home রাজ্য “চোখের আলো”, বিনামূল্যে চশমা ও ছানি অপারেশন, জেনে নিন সু’যো’গ সু’বি’ধা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“চোখের আলো”, বিনামূল্যে চশমা ও ছানি অপারেশন, জেনে নিন সু’যো’গ সু’বি’ধা

এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য অনেক গুলি প্রকল্প শুরু করেছিলেন বেশ কয়েক বছর আগে সেই প্রকল্পগুলি একজন বিদ্যমান। ছাত্র ছাত্রীদের জন্য কন্যাশ্রী, যুবশ্রী , সুবজ সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীরভান্ডার ছাড়াও আরো অনেকগুলি প্রকল্প তাঁর দ্বারা শুরু হয়েছে। এবার সেই প্রকল্পেই নতুন সংযোজন ‘ চোখের আলো’ প্রকল্প। সম্পূর্ণ বিনামূল্যে চোখের যেকোনো সমস্যার ট্রিটমেন্ট করতে পারবে সাধারণ মানুষ। এমনকি ষাট বছরের ঊর্ধ্বে যাঁরা রয়েছে সেই সমস্ত মানুষের বিনামূল্যে ছানি অব্দি অপারেশন করা যাবে বলা হচ্ছে এই প্রকল্পে।

আজকাল প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ফোন, ল্যাপটপ, কম্পিউটার। টিভি তো আছেই। ফলে সবাই চোখের উপর আগের চেয়ে অনেক বেশি অত্যাচার করে। আর ছোটো খাটো সমস্যা হচ্ছে বলে ফেলে রেখে এই সমস্যাকে বাড়িয়ে ফেলে। এবং আগামী দিনে অন্ধ অবধি হয়ে যায়। এছাড়াও এই দ্রব্যমূল্যের বাজারে একটা চোখের চিকিৎসা করতেও ভালোই খরচ হয়। অনেকেই আছেন যারা খরচের ভয়ে অবহেলা করেন তাই আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে গত বিধানসভার ভোটের আগেই ‘ চোখের আলো ‘ কর্মসূচী নেন। এবং এই লোগো এঁকেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং প্রকল্পের নামও তাঁরই মস্তিষ্কপ্রসূত।

তবে ২০১০ সালে এই কর্মসূচীকে কোনো হাসপাতাল মহল অতটা গুরত্ব সহকারে নেন নি। আর এটা নজরে আসতেই শীর্ষ মহল থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে এক গুচ্ছ নির্দেশিকা। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে রাজ্যবাসীর চক্ষু পরীক্ষা, চিকিৎসা থেকে শুরু করে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ছানি অপারেশনও করা হবে একেবারে বিনামূল্যে। ‘ আই হেল্থ ফর অল ‘, ২০২৩-২০২৫’ এই স্লোগানকে সামনে রেখে বিনামূল্যে সমস্ত রাজ্যবাসীর চক্ষু পরীক্ষা করা হবে চোখের আলো । অন্ধত্ব দুর করাই এই প্রকল্পের লক্ষ্য।

আরো পড়ুন: দেশের এই ৬ টি রেলস্টেশনে রেস্টুরেন্টের থেকেও ভা’লো খাবার পাওয়া যা’য়

এই প্রকল্পের সুবিধা ছোটো থেকে বড়ো সমস্ত মানুষই পাবেন। আর ষাট বছরের ঊর্ধ্বে যাঁরা রয়েছে সেই সমস্ত মানুষের বিনামূল্যে ছানি অব্দি অপারেশন করতে পারবেন। শুধু তাই নয় দরিদ্র পরিবারের মানুষদের বিনামূল্যে চশমাও দেওয়া হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী সব সময়ই আমাদের দেশের নতুন প্রজন্মের সুবিধার কথা ভাবেন তাই এই প্রকল্পে ছাত্র ছাত্রীদের জন্য রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে আয়োজন করা হবে চক্ষু পরীক্ষার ক্যাম্প।

সেখানে ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষার পর প্রয়োজনে চশমাও দেওয়া হবে বিনামূল্যে। মোট ৪ লাখ ছাত্রছাত্রীকে চশমা দেওয়া হবে আগামী পাঁচ বছরে এমনটাও বলেন তিনি। তাঁর এই নতুন প্রকল্পের জন্য অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছে।