সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’তি’শো’ধে’র জ্বা’লা’য় বি’ষ’ধ’র সাপকেই কা’ম’ড় বসালেন ব্যক্তি! এরপর যা হলো…

উড়িষ্যার জাজপুর জেলায় এক আদিবাসী ব্যক্তি সাপের ছোবল খেয়ে উল্টে সাপটিকেই কামড়ে মেরে ফেললেন। গত বুধবার রাতে দানাগাড়ি ব্লকের অধীনে সালিজাঙ্গা পঞ্চায়েতের গাম্ভারিপতিয়া গ্রামের বাসিন্দা কিশোর বাদরা চাষের কাজ সেরে ধানের ক্ষেত থেকে ফিরছিলেন।

তখনই একটি সাপ তার পায়ে কামড় দেয়।প্রতিশোধ নিতে, বাদরা সাপটি ধরে কামড়ে মেরে ফেলে। কিশোর মৃত সাপটি নিয়ে তার গ্রামে ফিরে স্ত্রীকে ঘটনাটি জানায়। এই খবরটি ছড়িয়ে পড়ে।

পরে নিজের বন্ধু বান্ধবদের সাপটি দেখিয়ে নিজের বীরত্ব প্রমাণ করে। কিছু মানুষ কিশোরকে পরামর্শ দেয় পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে যাওয়ার জন্য।

আরো পড়ুন: অমিত শাহের স’ঙ্গে কি বন্ধুত্বের স’ম্প’র্ক গ’ড়ে উ’ঠে’ছে বিজয়নের? কেরালায় কি ন’য়া সমীকরণ?

কিন্তু কিশোর রাজী না হয়ে ওই রাতেই স্থানীয় এক ওঝার কাছে যায়। সৌভাগ্যবশত এই ঘটনায় কিশোরের কোনো সমস্যা হয়নি। প্রসঙ্গত করেত কিংবা ইন্ডিয়ান ক্রেট ভারতের পাঁচটি সবথেকে বিষধর সাপ।