সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গাড়ির থে’কে ২০ গুণ দা’ম বে’শি দিয়ে নম্বর প্লেট লাগালেন মালিক, স্কুটারের জন্য খরচ করলেন ১৬ লক্ষ টা’কা

সংখ্যা বরাবরই মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।অনেক বড় বড় সংস্থায় বিশেষ বিশেষ নম্বর ব্যবহিত হয়। কেবল মাত্র দুই তিন অঙ্খের সংখ্যার মাধ্যমেই ফেমাস হয়েছেন বহু বাক্তি।

জেমস বন্ডের ০০৭ কিংবা ফুটবলের ১০ নম্বর জার্সি সারা দুনিয়া বিখ্যাত। এবার সেই তালিকায় নাম লেখালেন চণ্ডীগড় এর ব্রিজ মহন নামে এক বাক্তি। তথ্য অনুসারে তিনি গাড়ির নম্বর প্লেট এর জন্য খরচ করেছেন মোট ১৫ লক্ষ ৪৪ হাজার টাকা।

তবে সেটি শুধু মাত্র নিজের হোন্ডা অ্যাক্টিভা স্কুটির এর জন্য।জানা যায় চণ্ডীগড় এর গাড়ির লাইসেন্স কৃর্তপক্ষ গত ১৪ এপ্রিল থেকে সিএইচ ০১ সিরিজের কিছু বিশেষ নাম্বার নিলামে তুলেছিলেন।

আরো পড়ুন: বড়ো খবর: গ্রে’ফ’তা’র হলেন বিখ্যাত অভিনেত্রী-সাংসদ

সাধারনত বিলাস বহল গাড়ির জন্য এমন নাম্বার ব্যাবহার করা হয়।তবে শুধুমাত্র একটি স্কুটির এর জন্য কেন এই নাম্বার নেওয়া হল এর উত্তরে গাড়ির মালিক জানায়,এখন এই নাম্বারটি স্কুটির এর জন্য নিলেও পরের নিজের বড় গাড়িতে তিনি এটি ব্যাবহার করবেন।

এদিকে লাইসেন্স কৃর্তপক্ষ জানায় মোট ৩৭৮ টি নাম্বার নিলামে বিক্রি হয়। যার মধ্যে ০০০১ নাম্বারটি সর্বাধিক দামে বিক্রি হয়েছে বলে জানা যায়।এরপরে ০০০২ নাম্বার টি ৫.৪ লক্ষ টাকায় বিক্রি হয়।

দামি গাড়ির জন্য প্রায় কোটি কোটি টাকা খরচ করে গাড়ির মালিক কিন্তু একটা স্কুটির জন্য প্রথম বার এমন ঘটনা ঘটল বলে জানায় কৃর্তপক্ষ।এদিকে নিলামে মোট বিক্রি নাম্বার এর মোট টাকার অঙ্ক দাড়ায় দেড় কোটি টাকা।