সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের একমাত্র পাইলট যা’র দুটি হাতই নেই, পা দিয়েই বিমান চা’লি’য়ে করেছেন রেকর্ড

জেসিকা কক্স এমন একজন মহিলা, যিনি হাত দিয়ে নয়, বরং পা দিয়েই দক্ষতার সাথে উড়িয়ে নিয়ে যান বিমান। সকলেই জানি যে, পাইলট হওয়া অত্যন্ত কঠিন একটি কাজ।

শুধু তাই নয়, সফল পাইলট হতে গেলে একাধিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় প্রার্থীদের। তবে, সমস্ত কিছুকেই ধাপে ধাপে পার করে সফল হয়েছেন এই মহিলা।

জেসিকা বিশ্বের প্রথম এবং একমাত্র পাইলট যার কোনো হাত নেই। শুধু তাই নয়, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও জেসিকার নাম নথিভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন: আচমকা ঘর দে’খ’তে পেলেন ঘাসফড়িং, উঠোনে চ’লে এ’লো কুকুর! কিসের ইঙ্গিত দে’য় এগুলো?

তিনি আমেরিকায় থাকেন।জেসিকাই একমাত্র মহিলা যিনি হাত ছাড়াই বিমান চালানোর লাইসেন্স পেয়েছেন। তবে জেনে অবাক হবেন যে, জেসিকা শুধু প্লেনই চালান না, বরং পা দিয়ে গাড়িও চালান।

এছাড়াও, তিনি স্কুবা ড্রাইভিংও করতে পারেন। পাশাপাশি, কম্পিউটারে কাজ করার সময়ে তিনি তাঁর পা দিয়েই কীবোর্ডে টাইপ করেন।