সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবীর একমাত্র একটি দেশ! এখানে মা’ত্র ২ বছর বয়সী বাচ্চারা নিজেরাই ক’রে শপিং

একটি ছোট বাচ্চাকে কখনোই কোনো দায়িত্ব দেওয়া সম্ভব না, কারন মাত্র দু বছর বয়সের বাচ্চারা প্রথম কথা বলতে এবং হাঁটতে শেখে, তাই মোটামুটি একটা বয়স পর্যন্ত তাদেরকে কোন কাজ করতে বলা সম্ভব নয়।

কাজ করতে বলা তো দূরের কথা তাদের একা পর্যন্ত রাখা সম্ভব হয়না। শুনতে আশ্চর্য লাগতে পারে যে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে সেখানে এই দুই বছরের শিশুর কেনাকাটা করতে পারে।

এই দেশের বাচ্চাদের সব থেকে স্মার্ট বাচ্চা বলা হয়। এবার আসুন জেনে নেই কোন দেশের বাচ্চারা দুই বছরে কেনাকাটা করার মতো উপযুক্ত হয়ে যায়। সবথেকে স্মার্ট শিশুদের বাস হলো জাপানে।

আরো পড়ুন: উপনির্বাচনে ল’জ্জা’জন’ক হা’র, শুভেন্দু-সুকান্তকে নিয়ে দলের অ’ন্দ’রে বি’ক্ষো’ভ কর্মীদের

জাপানের বাচ্চারা দুই থেকে তিন বছর বয়সেই নিজেদের বাজার নিজেরা করতে পারে। এই দেশের বাচ্চারা মাত্র দুই থেকে তিন বছরে নিজেদের কাজ করতে পারে। রাস্তা পার হওয়া থেকে শুরু করা জুস বানানো কিছু কিনতে যাওয়া বাজারের সমস্ত কিছুই।

এবং নিজেকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেই জ্ঞানটুকুনি বাচ্চাদের হয়ে যায়। আসলে ঘটনাটি হল ছোট বয়স থেকে স্বাবলম্বী হওয়ার একটি প্রশিক্ষণ জাপানের বাচ্চাদের দেওয়া হয় যেখানে তাদের শেখানো হয় কিভাবে আত্মনির্ভরশীল হতে হয়।

আরো পড়ুন: উপনির্বাচনে ল’জ্জা’জন’ক হা’র, শুভেন্দু-সুকান্তকে নিয়ে দলের অ’ন্দ’রে বি’ক্ষো’ভ কর্মীদের

ছোট থেকেই এই শিশুদের শেখানো হয় কিভাবে একা বাঁচতে হবে, কিভাবে নিজের কাজ একা করতে হবে এবং কারোর ওপর নির্ভরশীল না হয়ে নিজের জীবন কাটাতে হবে।

তাদের এমনই প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা নিজেদের স্বইচ্ছায় নিজেদের সিদ্ধান্ত নিতে পারে। ইতিমধ্যেই এই ঘটনাগুলো নিয়ে ওল্ড এনাফ জাপানিস নামের একটি সিরিজ গোটা বিশ্বে এক বিরাট ভাবে আলোড়ন সৃষ্টি করেছে।