সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবশেষে ভারতে ঢুকেই গে’লো ক’রো’না’র নতুন ভ্যারিয়েন্ট

করোনার নতুন XE ভ্যারিয়েন্ট এবার ভারতেও ঢুকে পড়ল। জানা গিয়েছে, মুম্বইয়ে সন্ধান মিলেছে ভয়ঙ্কর এই প্রজাতির করোনাভাইরাসের।

ওমিক্রনের BA.1 এবং BA.2 প্রজাতির মিশ্রণে উৎপত্তি হয়েছে এই প্রজাতির ভাইরাসের। ওমিক্রনের থেকেও ১০ গুণ দ্রুতহারে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এই XE প্রজাতির ভাইরাস। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ফলে একদিকে যখন দেশে গত দু’বছরের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে কম, তখন XE প্রজাতির হদিশ মেলায় ফের নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেবলমাত্র এখানেই শেষ নয়, মুম্বইতে হদিশ মিলেছে কাপ্পা প্রজাতির করোনাভাইরাসেরও।

আরো পড়ুন: সন্তানের চে’য়ে প্রিয় কুকুরের মৃ’ত্যু’তে শো’ক প্রকাশ করে মূর্তি গড়লেন বৃদ্ধ, খরচ পড়লো ৮০ হাজার টা’কা

এটা নিশ্চিত করেছে বৃহন্মুম্বই পুরসভা।যাদের শরীরে এই XE এবং কাপ্পা ভাইরাসের হদিশ মিলেছে তাঁদের কারওই কোনও গুরুতর সমস্যা নেই বলে খবর।  যদিও এই নয়া ভাইরাস অনেকগুণ বেশি সংক্রামক।

উপসর্গহীন হলেও খুব দ্রুতহারে ছড়িয়ে পড়তে পারে মানবদেহে। বৃহন্মুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের ২৩০ জন কোভিড আক্রান্ত রোগীর জিনোম সিকোয়েন্সিং করা হয়।

আরো পড়ুন: অনুব্রত মন্ডলের “মাইল্ড হার্ট ফেইলিওর” হয়েছে, জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক

তাঁদের মধ্যে ২২৮ জনের শরীরের ওমিক্রন পাওয়া গিয়েছে। সেগুলির মধ্যে একটি কাপ্পা এবং একটি XE প্রজাতির। ২৩০ জনের মধ্যে ২১ জন আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

যদিও কারওই অক্সিজেনের প্রয়োজন পড়েনি এখনও। ওই ২১ জনের মধ্যে ১২ জন কোনও টিকাই গ্রহণ করেননি। তবে বাকি ন’জন দু’টি ডোজই নিয়েছেন।