সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যোগীরাজ্যে ফে’র রেল স্টেশনের না’ম বদল হচ্ছে, জেনে নিন নতুন না’ম

যোগী রাজ্য থেকে একের পর এক মুছে যাচ্ছে মুঘল সাম্রাজ্যবাদের নাম। মুঘল শাসন কালে যে নামে অভিহিত করা হয়েছিল উত্তরপ্রদেশের একের পর এক এলাকা, সেই এলাকাগুলি থেকে মুঘলদের দেওয়া নাম সরিয়ে দেওয়া হচ্ছে। এবার ফৈজাবাদ রেলওয়ে স্টেশনের নাম বদল করার সিদ্ধান্ত নিল যোগীর প্রশাসন।

ফৈজাবাদ রেলওয়ে স্টেশনের নাম দেওয়া হয়েছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। উত্তরপ্রদেশের যোগী সরকার এই নতুন নামের অনুমোদন দিয়েছে। শীঘ্রই স্টেশনের নাম বদলে যাবে বলে জানানো হয়েছে। কয়েক মাস আগে এই বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে। তিনি সেই প্রস্তাবে স্বীকৃতি দিয়েছেন।

রাম মন্দির প্রতিষ্ঠা করার পর এবার রাম মন্দির মডেল অনুযায়ী অযোধ্যা রেলওয়ে স্টেশনকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতো অযোধ্যার পার্শ্ববর্তী জেলা বারাবাঙ্কিকেও সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। উল্লেখ্য এর আগে উত্তরপ্রদেশের মোগলসরাই স্টেশনের নাম বদলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন রাখা হয়েছিল। এলাহাবাদের নাম বদলে রাখা হয়েছে প্রয়াগরাজ।