সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বীর সেনা জওয়ানদের গর্বের কা’হি’নী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উ’দ্যো’গ নি’চ্ছে শিক্ষামন্ত্রক

২০২১ সালের নভেম্বর মাসে বীর গাথা প্রতিযোগিতা শুরু হয়েছিল। দেশের ৪,৭৭৮ টি স্কুল থেকে ৮.০৪ লাখ পড়ুয়াকে এই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। এবার ভারতীয় সেনাদের গর্বের কাহিনী স্কুলের পাঠ্যসূচিতে জায়গা করে নেবে ।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একথা জানিয়েছেন। খুব কম বয়স থেকে শিশুরা দেশের সেনা সম্পর্কে গর্বের অধ্যায়গুলি জানতে পারে, তার নিরিখেই এই পদক্ষেপ। ধর্মেন্দ্র প্রধান প্রতিরক্ষামন্ত্রকের ‘বীর গাথা’ প্রজেক্টে বক্তব্য রাখছিলেন ।

আর সেই সময়ই নিজের বক্তব্যে ধর্মেন্দ্র প্রধান বলেন, যাতে দেশের সন্তানদের খুব কম বয়সে দায়িত্ববোধ জন্মায় দেশের প্রতি, তাই শিক্ষা মন্ত্রক ও প্রতিরক্ষামন্ত্রক আলোচনা করছে যাতে শিশুদের পাঠ্যক্রমে ভারতের সেনা জওয়ানদের গর্বের অধ্যায় ও গত ৭৫ বছরে ভারতের বীর গাথার কাহিনি পাঠ্যসূচিতে নিয়োগ করা যায়।