সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবুজ ঝান্ডা উ’ড়ি’য়ে চা’লু হলো মালদা- মুম্বাই সা’প্তা’হিক সু’পা’র ফাস্ট মে’ল ট্রেন

সবুজ ঝান্ডা উড়িয়ে চালু হলো মালদা- মুম্বাই সাপ্তাহিক সুপার ফাস্ট মেল ট্রেন

মালদা,১৩ এপ্রিল : জেলা বাসীর জন্য সুখবর। চালু হলো মালদা- মুম্বাই সাপ্তাহিক সুপার ফাস্ট মেল ট্রেন। ১৩ এপ্রিল বুধবার দুপুরে সবুজ ঝান্ডা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নতুন সুপার ফাস্ট ট্রেনের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক চন্দনা সরকার,গোপাল সাহা, মালদা রেলওয়ে ডিভিশন এর সিনিয়ার ডিসিএম পবন কুমার সহ অন্যান্য আধিকারিকরা। ১১ এপ্রিল সোমবার ট্রেনটি প্রথম চালু হয় মুম্বাই থেকে। অন্যদিকে বুধবার থেকে মালদা থেকে মুম্বাই সাপ্তাহিক ০১০৩২ সুপার ফাস্ট ট্রেন চালু হয়। ১১ তারিখ সোমবার সকাল ১১.৫ মিনিটে মুম্বাই থেকে মালদার উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করে।

ইতিমধ্যে টিকিট কাটাও শুরু হয়েছে। মালদায় বুধবার রাত ১২.৪৫ মিনিটে মালদায় এসে পৌঁছাবে। অন্যদিকে ০১০৩২ মালদা- মুম্বাই সাপ্তাহিক সুপার ফাস্ট ট্রেন বুধবার দুপুর ১২.২০ মিনিটে মালদা থেকে ছাড়বে ট্রেনটি মুম্বাই পৌঁছাবে শুক্রবার ভোর ৩.৫০ মিনিটে। ট্রেনটি মালদা , মুম্বাই মিলে ২৯ টি স্টেশনের উপর দিয়ে যাবে। এই ট্রেনে একটা সেকেন্ড ক্লাস এসি, ৫ টি থ্রি টেয়ার এ সি ,১০ টি স্লিপার কোচ, পাঁচটা জেনারেল কোচ থাকবে।

উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু বলেন, এই ট্রেনটি চালু হওয়ায় জেলার মানুষের অনেক উপকার হবে। বিশেষ করে শ্রমিকরা যারা মুম্বাই মহারাষ্ট্র কাজ করতে যান তারা মালদা স্টেশন থেকে মুম্বাই পৌঁছাতে পারবেন। রাজ্য সরকারের মন্ত্রী এবং বিধায়কদের উপস্থিতি নিয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ এই শ্লোগানকে সামনে রেখে উন্নয়নের কাজে সামিল হওয়ার জন্য সকলের সঙ্গে কাজ করতে চান তারা।

নতুন ট্রেন চালু হাওয়াই জেলার মানুষ উপকৃত হবে বলে জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন উন্নয়নের স্বার্থে
তারাও সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাহায্য করবেন।