সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ির কা’জে শাশুড়িকে বকাবকি করা গা’র্হ’স্থ্য হিং’সা’র মধ্যে পড়বে না, পর্যবেক্ষণ অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের

বর্তমানে বধূ নির্যাতনের মত নিন্দনীয় ঘটনা মাঝে মধ্যেই জনসমক্ষে উঠে আসছে। তবে এবার একটি মামলার পরিপ্রেক্ষিতে 498A ধারা নিয়ে ঐতিহাসিক রায় দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন ঘরের কাজের জন্য পুত্রবধূকে শাশুড়ি বকাঝকা করলে, সেটা গার্হস্থ্য হিংসা বলে গণ্য হবেনা।

ঘটনাটি অন্ধ্রপ্রদেশের এক দম্পতির।২০০৮-র এপ্রিলে সংসার শুরু করেন তারা। বিয়ের মাত্র ৮ মাসের মধ্যেই প্রয়াত হয় স্ত্রী। ঘটনাটি ছিল বেশ রহস্যজনক। তাই মৃতার বাপের বাড়ির লোক স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে 498A ধারায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন নিকটবর্তী থানায়।

তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই সংসারের বিভিন্ন কাজের জন্য শাশুড়ি নতুন বউকে বকাঝকা করত,কুকথা বলত। গার্হস্থ্য হিংসার শিকার হতে হয়েছে তাঁদের মেয়েকে। এরপর পণের দাবিতে ওই তরুণীকে শ্বশুরবাড়ির সদস্যরা খুন করেছে।

আরো খবর: উত্তর দিকে কেন মাথা করে ঘুমানো ঠিক নয়? শুধুই কি বাস্তু না আছে বৈজ্ঞানিক কারণ?

অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট- এর বিচারপতি ভিআর কৃপাসাগর শুনানিতে বলেন, “ঘরের কাজের জন্য শাশুড়ি বা শ্বশুরবাড়ির গুরুজনেরা বকাঝকা করতেই পারেন। এটা কোনও ভাবেই গার্হস্থ্য হিংসার আওতায় পরে না। তবে বিয়ের পর কোনও মহিলাকে শ্বশুরবাড়িতে মারধর করা হলে তা সম্পূর্ণ বেআইনি।

এক্ষেত্রে অবশ্যই 498A ধারায় মামলা রুজু করতে হবে। “ফলে এই মামলায় গার্হস্থ্য হিংসার অভিযোগটি খারিজ হয়ে গিয়েছে, তবে পণের দাবিতে খুনের মামলাটি এখনও রয়েছে।