সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১০০ বছর আ’গে পা’ঠা’নো চিঠি পৌঁ’ছে গেল সঠিক ঠিকানায়, খাম খুলে দেখতেই জানা গেল অজানা ক’থা

বর্তমান সময় হল ফোন ইন্টারনেটের যুগ যার কারণে আজকাল চিঠি আদান-প্রদানের ব্যবস্থা অনেকাংশে কমে গেছে। বর্তমানে খুব সহজেই নিজেদের কথাবাত্রা আদান প্রদানের জন্য এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। যদি ১০০ বছর পিছিয়ে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে তখনকার দিনে মানুষজন নিজেদের কথাবার্তা আদান-প্রদানের জন্য চিঠির আদান-প্রদান করত।

ধরুন আপনার কাছে ১০০ বছর আগের একটি চিঠি এসে পৌঁছে যে তাহলে আপনার মতে আপনি কি করবেন? ঘটনাটি ঘটেছে একজন ব্যক্তির সঙ্গে। বিষয়টা যদি আপনি শুনেন তবে অবাক হয়ে যাবেন। আসুন জেনে নিয়ে এই সম্পর্কে বিস্তারিত।

দক্ষিণ লন্ডনের বাথ নামক জায়গায় এক ব্যক্তির সঙ্গে ঘটেছে একটি অবাক করা ঘটনা। এই ব্যক্তির বাড়িতে একটি চিঠি এসেছে এবং সেই চিঠিটি অতিরিক্ত পুরনো দিনের একটি চিঠি আজ থেকে প্রায় ১০০ বছর আগে ১৯১৬ সালে লেখা হয়েছিল যা ২০২৩ সালে এসে পৌঁছেছে।

আরো খবর: রান্না করার আ’গে কেন মাছে হলুদ ও লবণ মা’খা’নো হয়? বৈজ্ঞানিক কারণ না অন্য কিছু?

১৯১৬ সালের লেখা চিঠিটি গত কয়েক বছর আগে হাতে পেয়েছিলেন একজন ইংল্যান্ড বাসী ফিনলে গ্লেন। যিনি পেশায় একজন ছিলেন থিয়েটার ডিরেক্টর। প্রথম দিকে এই চিঠিটি হাতে পাওয়ার পরে তিনি গভীর পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারপরে স্থানীয় ইতিহাস সংস্থার হাতে তুলে দেন।

প্রথমে গ্লেন এই চিঠিটি দেখে ভেবেছিল যে ১৬ সালের লেখা কেননা সেই চিঠিতে উল্লেখ করা ছিল ১৬ সাল তবে ।এই চিঠিতে ছিল রানীর পরিবর্তে পেনি জর্জ অর্থাৎ পঞ্চম রাজার স্ট্যাম্প যার মাধ্যমে উদ্ধার করেন যে এটি ১৯১৬ সালের চিঠি। এই চিঠিটি আসলে ১৯১৬ সালে কেটি মার্শকে তার বন্ধু ক্রিস্ট বেল মেনেল এই চিঠিটি লিখেছিল।