সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মোটা ভুঁড়িওয়ালা পুলিশের চাকরি বা’তি’ল হবে! ফিট না হলেই কঠিন শা’স্তি’র নি’র্দে’শ মুখ্যমন্ত্রীর

পুলিশ বাহিনী দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিকদের জানমাল রক্ষার জন্য দায়ী। পুলিশ বাহিনীর বিভিন্ন পদের বিভিন্ন দায়িত্ব ও ক্ষমতা রয়েছে। পুলিশের অনেক পদ রয়েছে।

যেমন – ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি)এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।

এই কর্মকর্তারা নিম্ন-পদস্থ কর্মকর্তাদের কাজ তদারকি এবং তাদের নিজ নিজ দায়িত্বের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষার জন্য দায়ী। নিম্ন স্তরে, পরিদর্শক (ইন্সপেক্টর) উপ-পরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই), এবং কনস্টেবল রয়েছে।

এই কর্মকর্তারা পুলিশ পরিদর্শকের নির্দেশে রাস্তায় টহল, জরুরী কলে সাড়া দেওয়া এবং অপরাধ তদন্তের জন্য দায়ী। ফলে পুলিশদের ফিট থাকা খুব জরুরি।দৌড়ঝাপ করতে হয় অনেক সময়। কিন্তু চাকরি পাওয়ার পর থেকেই অনেকে শরীরচর্চা বাদ দিয়ে দেন।

পুলিশ সন্দেহভাজনদের গ্রেফতার ও আটক করার, তল্লাশি করার এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনে বল প্রয়োগ করার ক্ষমতা রাখে। তবে, নাগরিকদের অধিকার রক্ষা এবং ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য তাদের কঠোর নির্দেশিকা অনুসরণ করতে হয়।

সামগ্রিকভাবে, পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং দেশের নাগরিকদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার থেকে ভুঁড়ি থাকলে চাকরি হারাতে পারেন আসামের পুলিশকর্মীরা।

তাদের বডি-মাস-ইনডেক্স (BMI) রেকর্ড রাখা হবে প্রতিটি থানায়। বয়স এবং উচ্চতার নিরিখে পুলিশকর্মীদের ওজনের হিসেব রাখা হবে। পুলিশকর্মীরা রোগা হচ্ছেন, নাকি মোটা তা নিয়মিত পরীক্ষা করা হবে।

অসম পুলিশের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন । তবে থাইরয়েড বা অন্য কোনও সমস্যার কারণে ওজন বাড়লে এই নিয়ম লাগু হবে না। আগামী ১৬ আগস্ট থেকে পুলিশকর্মী এবং আইপিএস অফিসারদের বিএমআই রেকর্ড করা হবে।