সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর্মির চাকরি একটি আ’বে’গ, বেতন দিয়ে এর মূল্যায়ন ক’রা যায় না, অগ্নিপথ নিয়ে বা’র্তা সেনার

দেশে এখন অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পর দারুণ ভাবে বিক্ষোভ তান্ডব সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে এই তান্ডব বিদ্যমান। ইতিমধ্যেই ভারতীয় রেলের ৭০০ কোটির ওপরে ক্ষতি হয়ে গেছে।

আজ রবিবার এই বিষয় নিয়ে তিন সেনা প্রধানের সাথে প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরেই সাংবাদিক বৈঠকে সেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য হল সংখ্যায় বেশী সেনা নিয়োগ করা, এই প্রকল্প প্রত্যাখান করার কোনো মানে নেই।

সেই সাংবাদিক বৈঠকে তারা আরও জানিয়েছেন, এই প্রকল্প সম্পর্কে আরও কয়েকটি সুবিধার কথা। এই বিষয় নিয়ে অবশ্য কয়েকজন মনে করেন, দেশের বিক্ষোভ তান্ডবকে আটকাতেই এই ধরনের কথা বলেছে বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন: কা’জ হা’রি’য়ে বর্ধমানের যুবক কিডনি বিক্রির বিজ্ঞাপন দি’লো ফেসবুকে!

তবে কেন্দ্রের মতে এটি একটি পরিকল্পনা মাফিক কাজ। দেশ জুড়ে বিক্ষোভের কারণে এমন ঘোষণা করেছে কেন্দ্র, এমনটাই মনে করা হচ্ছে। তবে লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী জানিয়েছেন, সেনার চাকরি একটি আবেগ, এতে বেতনের সাথে কোনো সম্পর্ক থাকা উচিত নয়।।