সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের স’র্বো’চ্চ উচ্চতায় নলবাহিত পানীয় জল পৌঁ’ছে দেওয়া হ’লো, সা’ফ’ল্য পে’লো সরকার

উত্তর হিমালয়ের কোলে প্রায় 11 হাজার 562 ফুট উচ্চতায় অবস্থিত লেহর ছোট্ট একটি শহর। এই অঞ্চলে বেশিরভাগ সময়ই তুষারে ঢাকা থাকে। ভারত-চীন সীমান্তে অবস্থিত ছবির মতো সুন্দর এই ছোট্ট শহরটি অত্যন্ত দুর্গম এলাকা। সেখানে জলের সমস্যা একটা অনেক বড় সমস্যা। তবে ভারতীয় ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারদের প্রচেষ্টায় অবশেষে সেখানকার 60টি গ্রামে 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা করতে সমর্থ হলো ভারত সরকার।

2024 সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত সরকার। 2014 সালের সরকারি রিপোর্ট অনুসারে খবর দেশের প্রায় 120 মিলিয়ন বাড়িতে পরিস্রুত পানীয় জল ঠিকঠাক পৌঁছায় না। 10ই নভেম্বর সরকারের তরফ থেকে যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে সেখান থেকে জানা গেল প্রায় 84. 7 মিলিয়ন বাড়িতে ইতিমধ্যেই নয় বাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে।

গ্রামীণ জনসংখ্যার প্রায় 44 শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে সরকারের রিপোর্টে জানানো হয়েছে। বিজ্ঞানী সুবিথা লক্ষ্মীনারায়ণ ও রামকৃষ্ণান জয়লক্ষ্মীর গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে দেশে ডায়রিয়া এবং শিশু মৃত্যুর অন্যতম কারণ বিশুদ্ধ পানীয় জলের অভাব।

দুর্গম এলাকাগুলো জলের পাইপলাইন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অন্যতম বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। তবে ওই দুর্গম পাহাড়ীপথে আকাশপথে ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে প্রকল্পকে বাস্তবায়িত করতে সোলার ইউনিট চালু করা হয়েছে।