সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পূর্বসূরিদের প’থে’ই চললেন বুদ্ধদেব, পদ্মভূষণ ফে’রা’লে’ন প্রাক্তণ মুখ্যমন্ত্রী

পদ্মভূষণ পুরস্কার ফেরালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বামপন্থী আন্দোলনের প্রথা মেনে কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মভূষণ পুরস্কার ফিরিয়ে দিলেন বুদ্ধদেববাবু। সম্প্রতি একটি বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন পদ্মভূষণ পুরস্কার নিয়ে তিনি কিছুই জানেন না। তাকে কেউ এই বিষয় নিয়ে কিছু বলেনি। যদি তাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়ে থাকে তাহলে তিনি তা প্রত্যাখ্যান করবেন।

মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের আগে বিকেলে প্রথমে পদ্ম সম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের নাম রয়েছে পদ্মভূষণ প্রাপকের তালিকায়। তবে তিনি সম্মান গ্রহণ করবেন কিনা সেই নিয়ে শুরু হয় জল্পনা। তবে সব জল্পনাতে জল ঢেলে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করে দেন তিনি পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।

এরপর একটি বিবৃতি দিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন বুদ্ধদেব বাবু এবং তার পরিবারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হচ্ছে। ওনার ইচ্ছে জেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। জ্যোতিবাবুকেও ভারতরত্ন দেওয়া হয়েছিল। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। বামপন্থী দলের সেটাই হলো বোঝাপড়া। তিনি জানিয়েছেন বুদ্ধদেববাবুর নামেই বিবৃতি দেওয়া হবে।

উল্লেখ্য বামপন্থী আন্দোলনের নেতারা বাম রাজনীতি তত্ত্ব মেনে রাষ্ট্রীয় সম্মানের তুলনায় সাধারণ মানুষের মনে থাকতে চান। রাষ্ট্রের সম্মান গ্রহণ করলে সরকারের সমালোচনার ক্ষেত্রে অনেক বেশি দায়িত্বশীল হতে হয়। নামের আগে পদ্ম পুরস্কারের উপাধি লাগলে সাধারণ মানুষের থেকে দূরে সরে যেতে পারেন বলে মনে করছেন।