সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’গা’মী ২৩শে আগস্ট দেশ’জুড়ে ধর্ম’ঘটে’র ডাক দিল স্ব’র্ণ’শিল্পী সংগ’ঠন

আ'গা'মী ২৩শে আগস্ট দেশ'জুড়ে ধর্ম'ঘটে'র ডাক দিল স্ব'র্ণ'শিল্পী সংগ'ঠন

সোনার গয়নায় হলমার্ক থাকা বাধ্যতামূলক। বর্তমানে দেশের ২৫৬টি জেলায় এই নিয়ম বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। এতে গ্রাহকের নিরাপত্তা বজায় থাকবে। তারা সঠিক মূল্যে সঠিক গুণমানের সোনার গয়না কিনতে পারবেন। এদিকে স্বর্ণ ব্যবসায়ীদের অভিযোগ, উপযুক্ত পরিকাঠামোর ছাড়াই এই নিয়ম কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। তাই আগামী ২৩শে আগস্ট দেশজুড়ে ধর্মঘট পালন করার কথা জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

স্বর্ণ শিল্পমহলের তরফ থেকে সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে। সোনার কারিগরাও এই ধর্মঘটে সামিল হবেন বলে জানিয়েছেন। আজ দিল্লিতে বি আই এস এর ডিরেক্টর জেনারেলের সঙ্গে একটি বৈঠকে বসতে চলেছেন স্বর্ণ শিল্পীরা। তবে আগামী ২৩শে আগস্ট দেশজুড়ে ধর্মঘট পালন করা হবে বলে জানিয়ে দিয়েছেন তারা। স্বর্ণশিল্পী সংগঠনের সদস্যরাও এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৩৬০টি স্বর্ণশিল্পী সংগঠনের সদস্যরা ধর্মঘটে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। ক্রেতা সুরক্ষার খাতিরে হলমার্ক যুক্ত গয়না কেনা বেচা বাধ্যতামূলক করা হয়েছে। তবে আচমকা উপযুক্ত পরিকাঠামোর ছাড়াই এই সিদ্ধান্ত লাগু হওয়াতে স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীরা বেজায় বিপাকে পড়েছেন।