সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফে’র বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গ নিয়ে ব’ড়ো পূর্বাভাস হাওয়া অফিসের

বেশ কিছুদিন হল পাকাপাকিভাবে আমাদের বিদায় জানিয়েছে বর্ষা। এখনই কিছুটা হালকা শীতের আমেজ অনুভব করতে পারছি আমরা। কিন্তু এখনো কি পুরোপুরি বিদায় নিয়েছে বর্ষা? চলুন জেনে নেওয়া যাক কি বলছেন আবহাওয়া দপ্তর। আওয়া দপ্তর জানিয়েছেন, সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

আগামী বেশ কয়েক দিনের মধ্যে হেমন্ত আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। বদলে যাবে পরিস্থিতি। তবে এর মধ্যেই দক্ষিণ-পূর্ব বাংলাদেশ একটি ঘূর্ণবাতের সৃষ্টি হতে চলেছে যার ফলে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং জেলার কিছু অংশে।

আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ডিগ্রির নীচে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির আশেপাশে। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতা থাকতে পারে ৯৮ শতাংশ। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এর মধ্যেই আরো দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে কেরালা এবং তামিলনাড়ু উপকূলে, যার ফলে আগামী বেশ কিছুদিন দক্ষিণ ভারতের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর।