সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমেরিকার হরনেটকে হ’টি’য়ে নৌবাহিনীর রণতরীতে জায়গা পে’লো ফরাসি রাফাল

ফরাসি যুদ্ধবিমান রাফাল এম ফাইটার আইএনএস বিক্রান্তের ডেকে স্থান পেল। সরাসরি প্রতিযোগিতায় কিছুটা কম নম্বর পেয়ে সুযোগ হারিয়েছে মার্কিন এফ এ-১৮ সুপার হরনেট। এবার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ২৬টি রাফালে সেজে উঠবে।

Dassault এবং Boeing এর আগে চলতি বছর জানুয়ারি এবং জুনে গোয়া উপকূলের পরীক্ষা কেন্দ্রে ভারতীয় নৌবাহিনীকে তাদের বিমানের সক্ষমতা প্রদর্শন করে।

নৌবাহিনী দুই যুদ্ধবিমানেরই ট্রায়াল রিপোর্ট তৈরি করে। সেটি প্রতিরক্ষা মন্ত্রকে জমা দেওয়া হয়। এরপর বল সরকারের কোর্টে।

আরো খবর: আজ শনিবার, ভগবান আপনার জন্য কি কি ভে’বে রেখেছেন জেনে নিন, রইলো রাশিফল (10.12.2022)

নৌবাহিনী বিশেষ যুদ্ধবিমানের নকশা এবং তৈরির জন্য একটি খসড়া ক্যাবিনেট নোট তৈরি করছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার গত সপ্তাহে এমনটা জানান।