সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শীতের প্রথম ইনিংস শে’ষে’র পথে! ফে’র কি ক’ম’বে তাপমাত্রা?

গত কয়েক দশকের থেকে এবারের কলকাতার শীত জাকিয়ে বসেছে। কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রথম দফার শীতের স্পেল এবার বিদায় নিতে চলেছে। তবে এখনই মন খারাপের কিছুই নেই, আগামী সপ্তাহেই শীতের দ্বিতীয় স্পেল আসতে চলেছে। গত কয়েকদিন যেমন শীতের দাপট ছিল রাজ্য জুড়ে তেমন আগামী কয়েকদিন থাকবে না একেবারেই।

দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে সাথে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশী থাকবে ২ ডিগ্রী। আজ সোমবার কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। চলতি সপ্তাহ জুড়ে শীতের দাপট তেমন একটা থাকবে না। আগামীকাল মঙ্গলবার তাপমাত্রা বৃদ্ধি পাবে, বুধবার তাপমাত্রা একটু বেশীই থাকবে।

তবে সপ্তাহের শেষের দিকে আবার শীতের দাপট বৃদ্ধি পাবে বলেই জানা যাচ্ছে। আর কয়েকদিন পরেই বড়দিন, সেইসময় শীতের আমেজ বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শীতের আমেজেই বড়দিন সেলিব্রেশন করতে পারবে শহরবাসী।

আরো খবর: মিষ্টি কুমড়োর আড়ালে কাঠ পাচারের চে’ষ্টা, গ্রে’ফ’তা’র দুই

কলকাতায় ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে, বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৪ % র ঘরে। তবে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে।