সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩৫০ টাকা’র ল’টা’রি কে’টে রাতা’রাতি ভা’গ্য বদ’লে গে’ল এক ক্ষেত’ম’জু’রে’র

৩৫০ টাকার লটারি কেটে রাতারাতি ভাগ্য বদলে গেল এক ক্ষেতমজুরের

৩৫০ টাকায় টিকিট কেটে রাতারাতি ভাগ্য বদল হয়েগেল এক ক্ষেতমজুরের। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার তালদি গ্রাম পঞ্চায়েতের বয়ার সিং এলাকার বাসিন্দার সাথে। কিন্তু এই টাকা জেতার পরেও তার মনে নেই খুশি। কারণ তিনি এখন নিরাপত্তা হীনতায় ভুগছে। ইতিমধ্যেই নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। এত টাকা সামলানো কি মুখের কথা? রফিক আলি গাজি খেতমজুরি করে সংসার চালান, খুবই কষ্টের সংসার। এরমধ্যে তারামন অবিশ্বাস্য অর্থ জয় অবাক করছে তাকেও। লকডাউন এর কারণে এ কাজে অনেকটাই ক্ষতি হয় তার, এমনিতেই কষ্টের সংসার তার উপরে কাজ বন্ধ। এবারের মাথায় হাত পড়ে তার, কিন্তু কিছুদিনের মধ্যেই ভাগ্য বদল ঘটে তার।

লকডাউনে কাজ না থাকায় ধার দেনা অনেকটাই বৃদ্ধি পায় তার, তাই কোনোমতে কৃষি কাজ করে সংসার চালানোর চেষ্টা করে সে। ঠিক এই সময় ১৫ জানুয়ারি লটারির টিকিট কাটে সে, আর এতেই তার ভাগ্যে বদল ঘটে বিশাল। ৩৫০ টাকার টিকিট কিনেছিল সেই যুবক, পরে জানতে পারে একেবারে কোটিপতি হয়ে গেছে সে।

লটারি পাওয়ার টাকা দিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি, তিনি জানান লকডাউনের মধ্যে অনেক দেনার দায়ে ডুবে রয়েছেন তিনি। প্রথমেই সেই টাকা দিয়ে তাদের ঋণ শোধ করবেন, সাথে ঘরবাড়ি ও পরিবারের সদস্যদের জন্য কিছু করার পরিকল্পনা আছে। কিন্তু কোটি টাকার মালিক হয়েও সুখ নেই তার, কারণ তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। হঠাৎ করে এত টাকার মালিক হয়ে যাওয়ার পরে, ভয় পাচ্ছেন কোনো অসাধু লোক যদি কিছু করে বসে। তবে এই চিন্তার মধ্যে পাশে দাঁড়িয়েছে পুলিশ, তারা আশ্বস্ত করেছে, কোনো ভয় নেই তার, কারণ তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের।