সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাংস খে’তে না বলায় খামার মালিকের ২৫০ হাঁসকে বি’ষ দিয়ে হ’ত্যা

মাংস খাওয়ার লোভে খামারের দশটি হাঁস পেতে চেয়েছিল তারা। তবে খামারের মালিক তাদের বিশেষ পাত্তা দেননি। রাগের বশে প্রতিহিংসাপরায়ণ হয়ে পড়ে দুষ্কৃতীরা। প্রতিশোধ নিতে তারা এরপর ওই খামারের দেশে এবং বিদেশে প্রজাতির মিলিয়ে অন্তত 250 টি হাঁসকে নির্মমভাবে খুন করলো। ঘটনাটি ঘটেছে শুক্রবার, ঢাকার আশুলিয়ার দরগারপার এলাকায়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই খামারের মালিক রাশেদ ভূঁইয়ার প্রায় 4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। খামারের মালিক জানিয়েছেন তিনি এক বছর আগে জমি লিজ নিয়ে সেখানে হাঁসের খামার গড়ে তোলেন। দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির হাঁস ছিল সেখানে। সেগুলো দেখাশোনা করার জন্য তিনি একটি ম্যানেজার বহন করেছিলেন।

শুক্রবার তার ম্যানেজার তাকে ফোন করে জানান স্থানীয় জাহাঙ্গীর, ফারুক এবং বশিরসহ বেশ কয়েক জন দুষ্কৃতী তার কাছে 10 টি হাঁস চেয়েছিল। তবে হাস না পেয়ে তারা ম্যানেজারকে মারধোর করে। ম্যানেজার কোনমতেই পালিয়ে বাঁচেন। কিছুক্ষণ পরে ম্যানেজার খামারে ফিরে এসে দেখেন হাঁসগুলি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তারপরে 250 টি হাঁসের মৃত্যু হয়। খামারের মালিক এর অভিযোগ হাঁস না পেয়ে বিষ দিয়ে প্রায় আড়াইশোটি হাঁস মেরে ফেলেছে ওই দুষ্কৃতীরা।

ঘটনার পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অপরাধীদের বিরুদ্ধে। পুলিশ আপাতত এই ঘটনার তদন্ত চালাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে।