সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেউলিয়া হওয়ার পথে দেশ, পাকিস্তানকে আ’র্থি’ক সাহায্য করার ই’চ্ছে একাধিক ব’ন্ধু রাষ্ট্রের!

সারা বিশ্বের মানুষ দেখেছে শ্রীলঙ্কার আর্থিক পরিণতি তাদেরকে কোন জায়গায় নিয়ে গিয়েছে। শ্রীলংকা আর্থিকভাবে কার্যত দেউলিয়া দেশ। দেশের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পালিয়ে গিয়েছেন ।

পাকিস্তানেরও প্রভাব এবার শ্রীলঙ্কায়। পাকিস্তানের আর্থিক সংকট কয়েকমাস আগেই সংবাদের শিরোনামে ছিল ৷ আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায়, পদত্যাগ করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

যদিও তারপরেও পরিস্থিতির যে বিপুল বদল হয়েছে এমনটা নয়। এবার তাই পাকিস্তানকে বাঁচাতে উদ্যোগ নেবে একাধিক বন্ধুরাষ্ট্র। স্বীকার করেছেন খোদ পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল।

আরো পড়ুন: জরুরি খবর, জুলাই-আগস্টের এই দিনগুলিতে শিয়ালদহ-বজবজ শা’খা’য় ট্রেন বা’তি’ল থাকবে, রইলো সূচি

দ্য ডন পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। পাকিস্তানের অর্থমন্ত্রী ‘দ্য ডন’ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের মনে হয় আমরা 1.2 বিলিয়ন একটি বন্ধুরাষ্ট্রের কাছ থেকে পাব।

ডিফারড অয়েল পেমেন্টের হিসাবে আমরা এই মোটা অঙ্কের টাকা আমরা পাব। আমরা আশা করছি, একটি বৈদেশিক রাষ্ট্র 1.5-2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

তিনি জানিয়েছেন, একটি G2G ভিত্তিতে স্টকের উপর বিনিয়োগ করা হবে। এছাড়া, অপর একটি বন্ধু রাষ্ট্র পাকিস্তানকে গ্যাস প্রদান করবে। অপর একটি বন্ধু রাষ্ট্র পাকিস্তানকে ডিপোজিটের অর্থ প্রদান করবে।