সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তা’লি’বা’নি আ’ত’ঙ্কে কাবুল ছাড়ার সময় নি’খোঁ’জ ছিল শিশু, দীর্ঘ ৫ মাস পর পরিবার ফি’রে পে’লো

গতবছর আফগানিস্তান দখল করে নেয় তালিবানরা। তালিবানদের জঙ্গি শাসনের হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষের মধ্যে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার হিড়িক পড়ে যায়। এমনটা করতে গিয়ে অনেকেই বিপদের মুখে পড়েছেন। আতঙ্কের সেই সব দিন আজও ভোলেননি বিশ্ববাসী। তখনই এক 2 মাসের শিশু বাবা-মার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অবশেষে এতদিন পরে ওই ছোট শিশুর খোঁজ মিলল। প্রায় পাঁচ মাস পরে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে তার বাবা-মায়ের কাছে। বিশিষ্ট সংবাদ মাধ্যম সুত্রে খবর ওই শিশুটির বাবা কাবুলের মার্কিন দূতাবাসের প্রহরী হিসেবে কাজ করতেন। দেশজুড়ে যখন অসহিষ্ণুতার আবহ তৈরি হলো তখন পরিবার নিয়ে আমেরিকায় পাড়ি দেন তিনি।

তবে চারিদিকে যেমন বিশৃংখলা সৃষ্টি হয়েছিল তা দেখে তাদের মনে আশঙ্কা দেখা দিয়েছিল তারা হয়তো শিশু সন্তানকে নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না। তখন বিমানবন্দরের দেওয়ালের কাছে এক মার্কিন সেনার হাতে নিজের সন্তানকে তুলে দেন তারা। তারপর বিশৃঙ্খলা আরো বেড়ে যায়। ওই ভিড়ের মধ্যে শিশুপুত্রকে হারিয়ে ফেলেন দম্পতি। পরে আর তার কোনো খোঁজ পাওয়া যায় না।

অগত্যা শিশুসন্তানকে ফেলে রেখেই চার সন্তান এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে আমেরিকাতে পাড়ি দেন ওই ব্যক্তি। আফগানিস্তানের এক ট্যাক্সিচালক ওই শিশুটিকে উদ্ধার করেছিলেন। তারপর তার কাছেই এতদিন পরম স্নেহে বড় হচ্ছিল শিশুটি। তারপর তিনি ফেসবুকে শিশুটির ছবি পোস্ট করেন এবং সংবাদ মাধ্যমে খবর দেন। সেই সূত্রে শিশুটির পরিবার জানতে পারে ঐ শিশুটি এখন কোথায় আছে। তারা তাদের সন্তানকে ফিরিয়ে নিয়ে যেতে চান। যদিও ওই ট্যাক্সিচালক শিশুটিকে ফিরিয়ে দিতে রাজি ছিলেন না। শেষমেষ আফগান পুলিশের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয় এবং শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয় তার বাবা-মায়ের কাছে।