সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩০০০ টা’কা করে দে’বে কেন্দ্রীয় সরকার, এই প্র’ক’ল্পে করুন রেজিস্ট্রেশন

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দেশের প্রান্তিক শ্রেণির মানুষদের কথা মাথায় রেখে একগুচ্ছ প্রকল্প চালাচ্ছে। যেগুলির ফলে আর্থিক ভাবে উপকৃত হচ্ছেন দেশের অভাবী এবং খেটে খাওয়া মানুষেরা।

এছাড়াও, বর্তমানে দেশে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, রেশন, আর্থিক সাহায্য প্রদানের মতো বিভিন্ন প্রকল্প পরিচালিত হচ্ছে। এই প্রকল্পগুলির মধ্যে বেশ কিছু স্কিম ভারত সরকারের শ্রম মন্ত্রক দ্বারাও পরিচালিত হয়।

তার মধ্যে উল্লেখযোগ্য হল ই-শ্রম কার্ড। পাশাপাশি, শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে ইতিমধ্যেই আইকনিক সপ্তাহ শুরু হয়েছে। মূলত, আইকনিক সপ্তাহটি শুরু করেছে ভারত সরকারের শ্রম মন্ত্রক। এর আওতায় “ডোনেট এ পেনশন” নামক একটি প্রকল্প শুরু হয়েছে।

আরো পড়ুন: খড়গপুর পুরসভার চেয়ারম্যান হওয়ার দৌ’ড়ে হিরণ! ত’বে কি তৃণমূলে অভিনেতা? বা’ড়’লো জ’ল্প’না

দিল্লিতে এটি শুরু করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। পাশাপাশি, এই স্কিমে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য ই-শ্রম রেজিস্ট্রেশনও শুরু হয়েছে।

এই আইকনিক সপ্তাহের সুবিধার প্রসঙ্গ উপস্থাপন করতে গেলে জানাতে হয় যে, ১৮ থেকে ৪০ বছর বয়সী বাসিন্দা যারা অসংগঠিত সেক্টরে কাজ করছেন তাঁরা এতে রেজিস্ট্রেশন করতে পারবেন।

পাশাপাশি, কেউ যদি ৬৬০ থেকে ২৪০০ টাকা পর্যন্ত এখানে জমা করেন, তবে তাঁরা তাঁদের বয়স অনুসারে ৬০ বছর পরে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন।

অর্থাৎ সহজ হিসেবে, সরকারের পরিসংখ্যান অনুযায়ী, একজন শ্রমিক যদি বছরে ৬৬০ টাকা থেকে ২,৪০০ টাকা জমা করেন, তাহলে তিনি তাঁর বিনিয়োগের বয়স অনুযায়ী ৬০ বছর পরে ৩ হাজার টাকা পেনশন পেতে সক্ষম হবেন। তবে, অবশ্যই তাঁদের বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে হতে হবে।