সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জন্ম-মৃ’ত্যু নথিভুক্ত করার নতুন বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, কি কি সুবিধা পাওয়া যাবে?

এবার আপনার জন্ম মৃত্যু নথিবদ্ধ করতে হবে নতুন বিলে। খুব তাড়াতাড়ি এই নথিভূক্তকরণ বিল আনছে কেন্দ্র। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরো জানিয়েছেন ভারতীয় নাগরিকদের জন্ম এবং মৃত্যু একটি নির্দিষ্ট পরিসংখ্যান তালিকায় লিপিবদ্ধ করা যাবে এর মাধ্যমে।

যা পরবর্তীকালে আধার থেকে ভোটার কার্ড যে কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া এবং সেন্সাস কমিশনারের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন অমিত শাহ। সেখানে দাঁড়িয়ে এই নতুন বিল আনবার কথা জানিয়েছেন তিনি।

তবে এটা নিয়ে এখনো পর্যন্ত চিন্তা-ভাবনা চলছে কোন প্রস্তাবিত বিল পাস করা হয়নি বলেই তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন ১৯৬৯ সালে জন্ম ও মৃত্যু নথিভূক্তকরণ আইনে কিছুটা সংশোধন আনা হচ্ছে।

জাতীয় তালিকায় নথিভূক্ত করা হবে ভারতের প্রতিটি জনগণের নাম এবং তাদের বংশ পরিচয়। তা ভোটার তালিকার প্রস্তুতি এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে বলেও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের নানান সুবিধা ভোগ করতে পারবেন একজন মানুষ এইসব নথিভুক্তকরণের মাধ্যমে।

কোন নাগরিক ১৮ বছর বয়স হলেই নির্বাচন কমিশন নিজে থেকেই তার নাম নথিভূক্ত করে দেবে। কেউ মারা গেলে তার নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই এই সংক্রান্ত খসড়া বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে।সরকারি কর্মীদের কাজ এতে অনেকটাই সহজতর হবে বলেই মত প্রকাশ করেছেন তিনি।