সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজের জী’ব’ন দিয়ে ৩০ যাত্রীর প্রাণ বাঁ’চা’লে’ন বাস চালক

নিত্যদিন বহু মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে। বাস চালকের ভুলে বড় বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে এমন নিদর্শন কিছু নতুন নয়। তবে নিজের প্রাণ বিসর্জন দিয়েও যাত্রীদের প্রাণ বেঁচে গেলেন এমন চালকের দেখা মেলা ভার। তামিলনাড়ুর মাদুরাইতে তেমনই এক ঘটনা ঘটে গেলো।

বাস চালানোর সময় চালক যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে যাত্রীরাও ঝুঁকির মধ্যে পড়েন। এদিন যাত্রীবোঝাই বাস নিয়ে কোদাইকানালের দিকে যাচ্ছিলেন রাজ্য সরকারি পরিবহন সংস্থায় কর্মরত এম আরুমুগাম আরাপ্পালায়াম। আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই সময় তিনি বাস চালাচ্ছিলেন।

বাস চালাতে চালাতে আচমকা বুকে ব্যথা অনুভব করেন ওই বাসচালক। সে সময় বাসে 30 জন যাত্রী ছিলেন। বিপদ বুঝেই রাস্তার ধারে বাস দাঁড় করিয়ে নেন। বাস কোনরকমে দাঁড় করালেও স্টিয়ারিংয়ের উপরেই লুটিয়ে পড়ে বছর চল্লিশের ওই বাসচালকের দেহ। মৃত্যুকালেও 30 জনের প্রাণ বাঁচিয়ে গেলেন তিনি। নতুবা তার সঙ্গে সঙ্গে ওই যাত্রীদের মৃত্যুও ছিল নিশ্চিত।