সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ৪ রাশির লোকেরা কা’রো মতামতকে পাত্তা দি’তে চান না, নিজে যা বো’ঝে’ন সেটাই করেন!

জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে ১২ টি রাশি এবং ২৭ টি নক্ষত্রের। এই পৃথিবীর সব মানুষের সাথেই রাশির যোগাযোগ আছে। প্রতি রাশির অধিকর্তা গ্রহ আলাদা। আর সেই রাশির উপরই নির্ভর করে ওই ব্যক্তির চরিত্র কেমন হবে, ব্যক্তিত্ব ও স্বভাবই বা কেমন হবে। প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য একে অন্যের থেকে আলাদা হয়। শাস্ত্র মতে, রাশি অনুসারেই এমন ভেদাভেদ হয়।

এমনকি রাশি অনুসারে আমাদের মানসিকতার মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায়। কেউ হয় খুব বোকা তো কেউ আবার ভীষণ চালাক, কেউ আবার খুব চঞ্চল তো কেউ ধীরস্থির প্রকৃতির। মানসিকতার পাশাপাশি ফারাক দেখা যায় পছন্দের বিষয়েও।

প্রত্যেক মানুষের পছন্দও আলাদা আলাদা হয়। আজকের প্রতিবেদনে এমন চার রাশির কথা বলব যাদের জাতক জাতিকারা অন্যের মতামতকে একেবারেই পাত্তা দেন না। এরা নিজের মতে চলতেই বরাবর পছন্দ করেন। এদের মতে এরা ছাড়া সেরা আর কেউ নেই।

আরো পড়ুন: টেনে টুনে পাশ করা ব্যক্তিই আ’জ জেলাশাসক, নিজেই মাধ্যমিকের মার্কশিট শে’য়া’র করলেন

মেষ রাশি – মেষ হল রাশিচক্রের প্রথম রাশি। এরা ভীষণ ইগোয়িস্টিক প্রকৃতির হয়। এরা ভীষণ তেজী ও একগুঁয়ে স্বভাবের। এদের মতে, এদের থেকে ভালো আর কেউ নেই, এরাই সবক্ষেত্রে সেরা, সবক্ষেত্রে সঠিক। কারও উপদেশ এরা মানতে চায় না। কোনো কাজে শুধুমাত্র ঘনিষ্ঠদের থেকে পরামর্শ নেন, তাও মানবে কি মানবে না তা এদের ব্যাপার।

বৃষ রাশি – বৃষ হল রাশিচক্রের দ্বিতীয় রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এদের ধৈর্য্য এতটাই কম যে, যে কোনো কথাতেই চট করে রেগে যান এরা। এদের মতে, এরা নিজেরাই সব সিদ্ধান্ত নিতে পারে, তাই এরা কখনোই কারও মতামত বা উপদেশ নিতে চান না। এদের এমন স্বভাবের জন্য অনেকের কাছে এরা ভীষণই অপছন্দের পাত্র।

কন্যা রাশি – কন্যা হল রাশিচক্রের ষষ্ঠ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা স্বাধীন মনের মানুষ। এরা উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় স্বভাবের হলেও অন্যের খুঁত ধরতে এদের জুরি মেলা ভার। এদের স্বভাব চরিত্র একটু গোলমেলে প্রকৃতির। তাই সহজে কেউ এদের বুঝতে পারে না। কারও মতামত নিতে বরাবরই অপছন্দ করেন এরা। নিজেদের সিদ্ধান্তে অটল থেকে সেই পথেই এগিয়ে যেতে চান এরা। কারও অতিরিক্ত আগ্রহ প্রকাশে বিরক্ত বোধ করেন এরা।

মকর রাশি – মকর হল রাশিচক্রের দশম রাশি।এই রাশির ছেলে মেয়েরা নিজেদের সবজান্তা মনে করে অত্যন্ত গর্ববোধ করে। এ প্রসঙ্গে অহংকারে মাটিতে পা পড়ে না এদের। এরা যে কখনও ভুল করতে পারে তা মানতে পারেন না।