সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বুকিং ক’র’তে পারছেন না? IRCTC থেকে তৎকাল টি’কি’ট কা’টা’র সময় খে’য়া’ল রাখুন এই কয়েকটি বি’ষ’য়

হঠাৎ করেই যখন কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় তখন দূরপাল্লার ক্ষেত্রে তৎকাল টিকিট একমাত্র ভরসা হয়ে ওঠে। তবে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে যথেষ্ট নিয়ম না মানলে আবার হয়রানির সম্মুখীন হতে পারেন। এর জন্য টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দিতে হবে। তবে লাইন দিলেও যে টিকিট মিলবেই এমন নিশ্চয়তা নেই।

তৎকাল রিজার্ভেশন এসি কোচের জন্য সকাল দশটা থেকে শুরু হয়ে যাবে। নন এসি কোচের জন্য বুকিং শুরু হয় সকাল 11 টা নাগাদ। তৎকাল রিজারভেশন পাওয়ার জন্য একসঙ্গে হাজার হাজার মানুষ চেষ্টা করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে টিকিটের অভাবে খালি হাতেই ফিরতে হয়। তবে আপনি চাইলে অনলাইনে টিকিট কাটতে পারবেন।

অনলাইনে তৎকাল টিকিট কাটার সময় যাত্রীর বিবরণসহ ক্যাপচা কোড লিখতে হবে। সহজভাবে তৎকাল টিকিট বুক করার জন্য রয়েছে একটি সহজ পদ্ধতি। অতি অল্প সময়ে এই ব্যবস্থা গ্রহণ করে আপনি টিকিট বুক করতে পারবেন। আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করে তৎকাল টিকিট বুক করা অনেক সহজ।

আইআরসিটি ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে অনেকেই নিজের নাম ও পরিচিতি বিবরণ আগে থেকেই লিপিবদ্ধ করে রাখেন। টিকিট বুক করার সময় তাদের অনেক সুবিধা হয়। সময়ও বেশ কম লাগে।অনেক সময় আপনি টিকিটের  (IRCTC)জন্য বিবরণ লিখছেন হয়তো, দেখা গেল তখনই টিকিট শেষ হয়ে গিয়েছে। তাই আগেই কাগজে লিখে নিন যাবতীয় বিবরণ, সব কিছু লেখা হয়ে গেলে পেমেন্ট অপশনে গিয়ে আপনার পছন্দ মতো পেমেন্ট মোড অপশনে গিয়ে পেমেন্ট করলেই টিকিট বুক হয়ে যাব।