সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মন্দির গুলোর জন্য কিছুই ক’রে’নি বিজেপি, বললেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী Robert Vadra

বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে মন্দির নিয়ে রাজনীতির অভিযোগ উঠেছে বারবার। তবে বিজেপিকে এবার মন্দির ইস্যুতেই বিঁধে ফেললেন গান্ধী পরিবারের জামাই রবার্ট ভাদরা।

রবিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর শিবমন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি বিজেপিকে উদ্দেশ্য করে কটাক্ষ করলেন। রবার্ট বলেন বর্তমান বিজেপি সরকার উজ্জয়িনীর এই শিব মন্দিরের উন্নতির জন্য কিছুই করেনি।

এই প্রসঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় শাসক দলকে কটাক্ষ করেছেন তিনি। উজ্জয়িনীর এই শিব মন্দির ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয়। রবার্ট এখানে পুজো দিতে এসেছিলেন।

আরো পড়ুন: একেই বলে ভা’গ্য! এই মহিলা মা’ত্র ২ হাজার টা’কা’র বিনিময়ে পে’য়ে গেলেন ৩০ কোটির বাংলো

তিনি বলেন যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল তখন এই কাজ শুরু হয়েছিল। এখন পরিস্থিতি বদলে গিয়েছে। কংগ্রেস সরকার অনেক ভালো কাজ করছিল। তবে বিজেপি সেসব কিছুই করেনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রবার্ট বলেন মহাকালেশ্বর এই মন্দিরে সারা ভারত থেকে দর্শনার্থীরা উপস্থিত হন। মন্দির চত্বরে অনেক কাজ করানোর এখনো প্রয়োজন। তবে রাজ্য সরকারের সেসব দিকে দৃষ্টি নেই।

রবার্ট আরো বলেন মন্দিরে পুজো দেওয়ার পর তিনি শান্তি অনুভব করেন। তিনি বিশ্বাস করেন তার গোটা পরিবার ঈশ্বরের আশীর্বাদ লাভ করবে।

সাংবাদিকরা মন্দিরের বাইরে রবার্টকে দেশের মূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন। যার উত্তরে গান্ধী পরিবারের জামাই বলেন এই সরকার শুধু নিজেদের ভালোর কথা ভাবছে। তাই মানুষকেও এখন নিজের ভালো নিজেকেই বুঝতে হবে।

একসঙ্গে মিলে প্রতিবাদ জানাতে হবে। তবে মন্দিরে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে আর বেশি কথা এগোতে রাজি ছিলেন না তিনি। তার মতে মন্দির আধ্যাত্মিকতার জায়গা। এখানেই রাজনীতি নিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো।