সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মুহূর্তে সবথেকে ব’ড়ো খবর, জানুন শীঘ্রই

নেপালে মাঝ আকাশ থেকে উধাও একটি আস্ত যাত্রীবাহী বিমান। রবিবার সকালেই নেপালের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের।

জানা গিয়েছে, ওই বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৪ জন ভারতীয়ও ছিলেন। নিখোঁজ ওই বিমানটির সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। বিমানটি কোনও দুর্ঘটনার মুখে পড়েছে কিনা, তাও জানার চেষ্টা করা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালেই নেপালের তারা এয়ারের এনএইটি টুইন ইঞ্জিনের একটি বিমান পোখরা থেকে জমসমে যাচ্ছিল। কিন্তু মাঝ আকাশে উড়তেই সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই বিমানে তিনজন ভারতীয় ও তিনজন জাপানের পর্যটক ছিলেন। বাকি যাত্রীরা সকলেই নেপালের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। বিমানের ক্রু সদস্য সহ মোট ২২ জন যাত্রী ছিলেন বিমানে।

সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রে খবর, সকালে জমসমের মুস্তাঙ্গেই শেষবারের মতো দেখা গিয়েছিল বিমানটিকে। মাউন্ট ধৌলগিরির দিকে বাঁক নেওয়ার পরই বিমানটির খোঁজ মিলছে না। মুস্তাঙ্গ ও তার আশেপাশের অঞ্চলে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

বিশ্বের উচ্চতম পর্বতগুলি নেপালেই রয়েছে। প্রায়সময়ই খারাপ আবহাওয়া  থাকায় এবং পার্বত্য অঞ্চলে এয়ারস্ট্রিপ অবস্থিত হওয়ায় একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। উড়ান সংস্থাটির ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, নেপালের একাধিক দুর্গম এলাকায় বিমান পরিষেবা দেওয়া হয়।