সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়ো খবর, বাংলায় এক ধা’ক্কা’য় ৪ ও ৫ টা’কা দা’ম ক’মি’য়ে দেওয়া হলো, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য সুফল বাংলা আউটলেটে সংখ্যা 332 টি থেকে বাড়িয়ে 500 টি করা হচ্ছে। যেখানে সাধারন বাজারে তুলনায় অনেকটা কম দামে শাক সবজি পাওয়া যায়। সেখানে এবার থেকে আলু 18 টাকায়; পেঁয়াজ পাওয়া যাবে 15 এবং 20 টাকা প্রতি কেজিতে।

এছাড়া এবার থেকে পাওয়া যাবে খেজুর, আঙ্গুর, কলা। শুক্রবার এই নয়া দাম কার্যকর হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের ‘সুফল বাংলা’ প্রকল্প মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রেরণা এবং সুযোগ্য নেতৃত্বে বাংলার সাধারন মানুষের দরজায় দরজায় তাজা শাকসবজি পৌঁছে দেওয়ার প্রকল্প।

আরো পড়ুন: মিঠাই ধারাবাহিকের মূল চ’রি’ত্রে অভিনয় ক’রা সৌমিতৃষা কত পারিশ্রমিক পা’ন এপিসোড প্র’তি?

সুফল বাংলা, মুখ্য সব্জি বিক্রয়কেন্দ্রগুলি প্রতিযোগিতামূলক খুচরো বিক্রয় ব্যবস্থা দারিদ্র সীমার নিচে বসবাসকারী লক্ষ লক্ষ সাধারন মানুষের খাদ্য অপুষ্টি নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এর মাধ্যমে গ্রামীণ আয়বৃদ্ধি এবং খামার এবং খামার বহির্ভূত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র দূরিকরণ সহায়ক পরিবেশ গড়ে উঠেছে।